বিনোদন
আইনি বিপাকে উর্বশী
বিনোদন ডেস্ক
২১ এপ্রিল ২০২৫, সোমবার
মন্দির বিতর্কে বেজায় চাপে রয়েছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। এবার তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে পুলিশের দ্বারস্থ পুরোহিতদের দু’টি সংগঠন। উত্তরাখাণ্ড চারধাম তীর্থ পুরোহিত মহাপঞ্চায়েত এবং দ্য ব্রহ্ম কপাল তীর্থ পুরোহিত পঞ্চায়েত সমিতির তরফে জানানো হয়েছে, উর্বশীর মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। তাই তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়া প্রয়োজন। সম্প্রতি উর্বশী বলেন, উত্তরাখাণ্ডে বদ্রীনাথ মন্দিরের কাছেই রয়েছে ‘উর্বশী মন্দির’। কেউ বদ্রীনাথে গেলে পাশে থাকা উর্বশী মন্দিরে যাওয়ার আর্জি জানান। প্রসঙ্গত, হিন্দু পুরাণে দেবী উর্বশীর উল্লেখ আছে। উত্তরাখাণ্ড বামনি গ্রামে উর্বশী মন্দির রয়েছে। সেখানে অগণিত ভক্তরা ভিড় জমান। সেই দেবী নিয়ে রসিকতায় রেগে লাল পুরোহিতরা। অভিনেত্রীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথাও বলেন তারা। এরপর অভিনেত্রীর টিমের তরফ থেকে জানানো হয়, উর্বশী মূলত বলেছিলেন উত্তরাখাণ্ডে তার নামে একটা মন্দির রয়েছে। তিনি বলেননি ওই মন্দিরটির নাম ‘উর্বশী রাউতেলা মন্দির’। কিন্তু তারা শুধুমাত্র ‘উর্বশী আর মন্দির’ কথা দু’টি শুনেছেন। আর তা দেখেই ধরে নিয়েছেন অভিনেত্রী নিজেকে দেবী বলে দাবি করেছেন। এ ছাড়া সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, যে বা যারা অভিনেত্রীর মন্তব্যে ভুল ব্যাখ্যা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কিন্তু এ কথা শুনেও পুরোহিতরা এখনো অসন্তুষ্ট উর্বশীর ওপর। তার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা।