বিনোদন
বুবলী’র জবাব
স্টাফ রিপোর্টার
২১ এপ্রিল ২০২৫, সোমবার
শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন শবনম বুবলী। অনেকেই বলেছিলেন শাকিবের সঙ্গ ছাড়া সিনেমায় অন্য কারও সঙ্গে জুটি বেঁধে তেমন সফলতা পাবেন না বুবলী। ঝরে যেতে পারে তার ক্যারিয়ার। কিন্তু তা ভুল প্রমাণ করেছেন এ নায়িকা। বিভিন্ন নায়কের সঙ্গে জুটি বেঁধে কাজ করে প্রশংসিত হয়েছেন তিনি। মাহফুজ আহমেদ, শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধে আলোচিত হয়েছেন তিনি। এর বাইরে কাজ করেছেন- নিরব, আদর আজাদ, সাইমন সাদিকসহ অনেক নায়কের সঙ্গে। শুধু তাই নয়, গত কয়েক বছরে নায়িকা হিসেবে সব থেকে ব্যস্তও তিনি, সফলও তিনি। এবারের ঈদেও একই ধারা অব্যাহত রেখেছেন বুবলী। সমালোচকদের কাজের মাধ্যমেই দিয়েছেন জবাব। সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধে বুবলী গত ঈদে দর্শকদের সামনে হাজির হন ‘জংলি’ সিনেমা নিয়ে। ছবিটি এরইমধ্যে দর্শকমহলে প্রশংসিত হয়েছে। ঈদের তৃতীয় সপ্তাহে এসে হলও বেড়েছে ছবিটির। পাশাপাশি ছবিতে বুবলীর অভিনয়ও প্রশংসিত হচ্ছে। ছবির প্রচারণায় হল থেকে হলে ছুটেছেন বুবলীসহ ‘জংলি’ টিম। দর্শকদের সাড়া সরাসরি দেখছেন। বুবলী বলেন, আমি সত্যিই আনন্দিত ও গর্বিত ‘জংলি’র সাড়া দেখে। মানুষ যেভাবে ছবিটির ও আমার চরিত্রের প্রশংসা করছেন, সেটা সরাসরি এসে দেখছি। এটা অনেক বড় একটি বিষয় আমার জন্য। দর্শকদের ভালোবাসা এভাবে পেলে আসলে উৎসাহটা বেড়ে যায়। আরও ভালো কাজ উপহার দেয়ার ইচ্ছা হয়।