ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

ক্রাইমিয়ায় রুশ বিমান ঘাঁটিতে বড় বিস্ফোরণ

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১০ আগস্ট ২০২২, বুধবার, ১০:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৫৫ অপরাহ্ন

mzamin

রুশ নিয়ন্ত্রিত ক্রাইমিয়ার একটি বিমান ঘাটিতে বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সেখানকার পশ্চিম উপকূলের নভোফেদোরিভকা এলাকার কাছে অবস্থিত ওই স্যাকি বিমান ঘাটি। বিস্ফোরণে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ আঞ্চলিক প্রধান সের্গেই আকসনভ। তবে এটি ইউক্রেনের কোনো হামলা কিনা তা এখনো স্পষ্ট নয়। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়, বিমান ঘাটি থেকে একাধিক বিস্ফোরণের ছবি পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাশিয়া যদিও জানিয়েছে, এটা নিয়মমাফিক নিয়ন্ত্রিত বিস্ফোরণ ছিল। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, দেশের কোথাও গোলাবারুদ সংরক্ষণাগারে আগুন লাগেনি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, বিস্ফোরণের স্থানে গোলাবারুদ ধ্বংস করা হয়েছে। 

মস্কো ২০১৪ সালে ক্রাইমিয়াকে নিজের অন্তর্ভুক্ত করে। রুশ পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় ক্রাইমিয়া। যদিও ইউক্রেন একে এখনও নিজের এলাকা বলেই মনে করে।

বিজ্ঞাপন
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও ক্রাইমিয়া দখলের কথা বারবার বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। এমনকি গতকালের বিস্ফোরণের পরও তিনি এক ভাষণে বলেন, ইউক্রেনের যুদ্ধ ক্রাইমিয়া দিয়ে শুরু হয়েছে, এর স্বাধীনতার মাধ্যমেই এ যুদ্ধ শেষ হবে। ক্রাইমিয়া ইউক্রেনের এবং আমরা কখনোই হাল ছাড়বো না। তবে তিনি বিস্ফোরণের বিষয়ে কিছু উল্লেখ করেননি। ইউক্রেনের প্রেসিডেন্টের এক উপদেষ্টা মিখাইলো পদোলিয়াকও ঘোষণা দিয়েছেন যে, ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে কোনো হামলা করেনি। 

জানা গেছে, স্থানীয় সময় বিকেলের দিকে বিস্ফোরণ শুরু হয় এবং কমপক্ষে ১২টি বিস্ফোরণ হয়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে কালো ধোঁয়া উড়ছে আর পর্যটকরা সাগর সৈকত ছেড়ে পালাচ্ছে। পরে ওই এলাকায় পৌঁছানোর পর রুশ কর্মকর্তা আকসনভ জানান, বিস্ফোরনস্থলের আশেপাশের তিন মাইল এলাকা নিয়ে একটি সংরক্ষিত জোন ঘোষণা করা হয়েছে।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status