ঢাকা, ৭ এপ্রিল ২০২৫, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

পল্লবীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের পরিচয় শনাক্ত

স্টাফ রিপোর্টার
৬ এপ্রিল ২০২৫, রবিবার

রাজধানীর পল্লবী এলাকার কালশী ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় নিহত হওয়া মোটরসাইকেলের দুই আরোহীর পরিচয় মিলেছে। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক মো. তোফাজ্জল (২০) মানিকদি এলাকার ইএলএফ চাইল্ড স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। অপর আরোহী রিয়াদ গাজী (১৮) চাঁদপুরের স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী। গতকাল দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে এসে নিহত তোফাজ্জলের বড় ভাই মো. নাঈম এবং নিহত রিয়াদের মামা আবুল খায়ের মরদেহ শনাক্ত করেন।
নাঈম জানান, কিশোরগঞ্জের ইটনা থানার মাওড়া গ্রামে আমাদের বাড়ি। বর্তমানে মানিকদি বাজার এলাকায় ভাড়া থাকি। শুক্রবার রাতে তোফাজ্জল তার এক বন্ধুকে নিয়ে নিজেই মোটরসাইকেল চালিয়ে ঘুরতে বের হয়েছিল। পরে আমরা জানতে পারি, কালশী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় আমার ভাই মারা গেছে। এ ঘটনায় আমার ছোট ভাইয়ের মোটরসাইকেলের পেছনে থাকা তার বন্ধু রিয়াদ ফ্লাইওভার থেকে ছিটকে প্রায় ২৫ ফুট নিচে পড়ে সেও মারা যায় বলে আমরা জানতে পেরেছি।
নিহত রিয়াদের মামা আবুল খায়ের জানান, আমার ভাগনে গতকাল চাঁদপুর থেকে ঢাকায় বন্ধু তোফাজ্জলের বাসায় বেড়াতে এসেছিল। পরে সকালে আমরা জানতে পারি, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুই মারা গেছে। দুপুরের দিকে ঢামেক হাসপাতালের মর্গে এসে আমার ভাগনের মরদেহ শনাক্ত করি। তিনি আরও জানান, আমার ভাগনে চাঁদপুর সদরের দক্ষিণ হামান গদ্দি গ্রামের বিল্লাল গাজীর ছেলে ছিল। সে চাঁদপুর সদরের একটি মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে দুই তরুণ মোটরসাইকেলে করে মিরপুর ডিওএইচএস থেকে ফ্লাইওভারে উঠেছিল। এ সময় একটি টয়োটা সিএইচ-আর মডেলের প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের চালক তোফাজ্জল ফ্লাইওভারের উপরে এবং পেছনে থাকা আরোহী রিয়াদ ফ্লাইওভার থেকে প্রায় ২৫ ফুট নিচে রাস্তায় ছিটকে পড়ে। তিনি আরও জানান, পথচারীরা প্রথমে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রাইভেটকারসহ চালক থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status