দেশ বিদেশ
মনোহরগঞ্জে বরল্লা উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী উদ্যাপন
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
৬ এপ্রিল ২০২৫, রবিবার
প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদ্যাপন করেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নস্থ বরল্লা উচ্চ বিদ্যালয়। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী। তিনি বলেন, পাঠ্যপুস্তক থেকে জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদান করা জরুরি। শিক্ষার্থীরা যেন যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারে তার জন্য শারীরিক ও মানসিক শক্তি অর্জন করাও দরকার। এ সময়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং সাবেক সকল কৃতী শিক্ষার্থীদের প্রতি ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও রজতজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ কে এম সালেহ আহমেদের সভাপতিত্বে ও রজতজয়ন্তী উদ্যাপন কমিটির সদস্য সচিব, বিশিষ্ট সমাজসেবক মো. দিদারুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. এ কে এম জাহাঙ্গীর, সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার সম্পাদক এ টি এম সিরাজুল হক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারী, প্রফেসর ডা. এম মোশারফ হুসাইন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খোকন, যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম বাচ্চু, কুমিল্লা জেলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাওলানা নুরুল হক, ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী এড. নুরুল ইসলাম, লাকসাম জেনারেল হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন, হাবীবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিম উদ্দিন, সাবেক শিক্ষার্থী ওমর ফারুক ও মাস্টার মহিন উদ্দিন।
অনুষ্ঠান কর্মসূচির মধ্যে ছিল- সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, বর্ণাঢ্য আনন্দ র্যালি, বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা পুরস্কার প্রদান, ব্যাচভিত্তিক ফটোসেশন, দুপুরের খাওয়া, ব্যাচভিত্তিক শিক্ষার্থীদের ও সাবেক শিক্ষকদের স্মৃতিচারণ, আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, শিক্ষার্থী ও দেশের খ্যাতিমান শিল্পীদের যৌথ আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের ২৫ বছরের যাত্রায় সহকর্মীদের নিরলস অবদানের প্রসঙ্গ উল্লেখ করেন প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম। তিনি বলেন, ‘এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। সেভাবেই তাদের গড়ে তোলা হচ্ছে।’