ঢাকা, ৩১ মার্চ ২০২৫, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রমজান ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রত্যয় ট্রাম্পের

মানবজমিন ডেস্ক
২৮ মার্চ ২০২৫, শুক্রবারmzamin

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে ট্রাম্পের শুভেচ্ছা বার্তাটি শেয়ার করা হয়েছে। সেখানে ট্রাম্প বলেছেন, প্রিয় প্রধান উপদেষ্টা, আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের এমন পরিবর্তিত সময় দেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং অধিক নিরাপত্তার সুযোগ তৈরি করে দিয়েছে। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখার কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, আসন্ন গুরুত্বপূর্ণ এ বছরে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে। এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, আমি আত্মবিশ্বাসী আমরা আমাদের দ্বিপক্ষীয় অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে পারবো। একই সঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার করতে পারবো। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ট্রাম্প। শুভেচ্ছা বার্তার শেষে ট্রাম্প বলেছেন, স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি এবং বাংলাদেশের জনগণ আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।  প্রসঙ্গত, এর আগে বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
 

পাঠকের মতামত

Very good !

Rubel
২৯ মার্চ ২০২৫, শনিবার, ৯:২৮ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status