ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

বিনোদন

সংশোধিত ভার্সনে আসছে ‘বরবাদ’

স্টাফ রিপোর্টার
২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
mzamin

সংশোধিত ভার্সনে ঈদেই মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘বরবাদ’। মঙ্গলবার বিকালে সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পায় ছবিটি। তবে গত ক’দিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সিনেমাটি। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়লে সিনেমার বেশ কিছু দৃশ্য এবং সংলাপ নিয়ে আপত্তি জানায় বোর্ড সদস্যরা। বোর্ডের আপত্তির খবরে প্রতিবাদ জানান শাকিব ভক্তরা। ভার্চ্যুয়াল মাধ্যমের পাশাপাশি মঙ্গলবার সকাল থেকে তারা দাবি তোলেন ‘বরবাদ’ আনকাট মুক্তির। এদিন সকালে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধনও করেন শাকিবিয়ানরা। শুধু তাই নয়, ‘বরবাদ’ ছাড়াও যে চারটি সিনেমা আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে, সেই ছবি সংশ্লিষ্টরাও আনকাট ‘বরবাদ’ দেখতে সমাজমাধ্যমে নিজেদের অভিমত জানান। শেষ পর্যন্ত অনিশ্চয়তা কাটিয়ে ছবিটি আসছে প্রেক্ষাগৃহে। সংশোধিত ভার্সনে মুক্তির অনুমতি পায় মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটি। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা বলেন, আমরা ‘বরবাদ’ সিনেমাটি দেখে সার্টিফিকেশন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মুক্তির অনুমতি দিয়েছি। প্রত্যেক সিনেমার জন্য কিছু সংশোধনী থাকে। আমরা সেটা তাদের বলেছিলাম। তারা সেটা সংশোধন করে জমা দিয়েছিল। আমরা এমন কোনো দৃশ্য বাদ দিইনি, যাতে সিনেমাটির ক্ষতি হয়। সৃজনশীলতার দিকে বেশি নজর দিয়েছি। ‘বরবাদ’ দেখে মনে হয়েছে, এটা ভালো ও ব্যবসাসফল একটা সিনেমা হবে। শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ছবিটিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ভারতের ইধিকা পাল। এতে আরও অভিনয় করেছেন- মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, ভারতের যীশু সেনগুপ্ত। সিনেমার একটি গানে পারফর্ম করেছেন কলকাতার নুসরাত জাহান।

 

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status