ঢাকা, ২ এপ্রিল ২০২৫, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

বাড়িতে ফিরলো বিজিবি সদস্য বেলালের নিথর দেহ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
২৬ মার্চ ২০২৫, বুধবারmzamin

এবারের ঈদে কর্মস্থল থেকে ছুটি পেয়েছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোহাম্মদ বেলাল হাসান। ছুটিতে তিনি বাড়িতে যেতে চেয়েছিলেন। কিন্তু ছুটির আগেই বাড়িতে এলো তার নিথর দেহ। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের নিয়ে সাগরে ডুবে যাওয়া একটি নৌযানে উদ্ধার অভিযান 
চালাতে গিয়ে পানিতে পড়ে মারা যান বেলাল হাসান (৩৫)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের বজলুর রহমানের ছেলে। প্রায় ১১ বছর আগে তিনি বিজিবিতে যোগ দেন। তিনি শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে সিপাই হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী ও দুই মেয়ে নিয়ে তার সংসার। বড় মেয়ের বয়স ৮ বছর, ছোট মেয়ের দেড় বছর। মুরাদনগরের কাজিয়াতল গ্রামে জানাজা শেষে বেলাল হাসানকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। এর আগে বেলালের মরদেহ কক্সবাজার থেকে বাড়িতে আসে। বেলাল হাসানের অকাল মৃত্যুতে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। তার মা-বাবা, স্ত্রী রোকসানা খানম প্রিয়জনকে হারিয়ে চিৎকার করে বারবার মূর্ছা যাচ্ছিলেন।

বেলালের স্ত্রী রোকসানা খানম বলেন, ‘ঈদে বাড়ি এসে আমাদের নিয়ে আনন্দ করবেন, এজন্য তিনি ছুটি নিয়েছিলেন। কথা ছিল ২৫ তারিখে বাড়ির উদ্দেশে রওনা দেবেন। কিন্তু তার সব স্বপ্ন সাগরেই ভেসে গেল। এখন আমরা কী নিয়ে বাঁচবো? দু’টি অবুঝ শিশুসন্তান নিয়ে এখন কোথায় দাঁড়াবো? আমার দু’টি মেয়ে কাকে বাবা বলে ডাকবে?’ বেলালের বাবা বজলুর রহমান বলেন, ‘কয়েক দিন আগে সে (বেলাল) বললো, “বাবা, ২৫ তারিখ থেকে আমার ছুটি মঞ্জুর হয়েছে। আমি টাকা পাঠিয়েছি। আপনি আপনার মতো করে সবার জন্য নতুন জামাকাপড় কিনে নিবেন। আমি আসছি, সবাই এবার অনেক আনন্দ করবো।” আমার সেই ছেলেকে আজ কবরে চিরঘুম পাড়িয়ে আসলাম। আমার বুকটা ফেটে যাচ্ছে।’

বেলাল হাসানের ভাই নাজমুল হাসান জানান, ‘গত শনিবার বিকালে বিজিবি থেকে আমাদের বাড়িতে দু’জন লোক আসেন। তারা জানান, আমার ভাই বেলাল হাসান শনিবার ভোরে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা উদ্ধারকালে সাগরে নিখোঁজ হয়েছেন। গত রোববার দুপুরে আমরা কুমিল্লা বিজিবি ক্যাম্পে যাই। তখন খবর আসে আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে।’ মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, টেকনাফে বিজিবির সিপাই বেলাল হাসানের মৃত্যুর খবর তারা পেয়েছেন। তার বাড়িতে খোঁজখবর রাখা হচ্ছে। সরকারিভাবে যে নির্দেশনা আসবে, তা বাস্তবায়ন করা হবে।

জানা যায়, শনিবার ভোরে কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটের কাছ দিয়ে রোহিঙ্গাদের একটি নৌকা অবৈধভাবে সাগরপথে বাংলাদেশে আসছিল। পথে প্রবল স্রোতে নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে সৈকতের পাশে কর্তব্যরত বিজিবির সদস্যরা তৎক্ষণাৎ স্থানীয় জেলেদের সঙ্গে নিয়ে সেখানে যান। তারা ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেন। উদ্ধারকাজ চলাকালে সমুদ্র উত্তাল ছিল। এ সময় বিজিবির সদস্য বেলাল হাসান পা পিছলে সাগরে পড়ে যান। রোববার দুপুর সোয়া ১২টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জিরো পয়েন্ট সৈকত এলাকায় লাশটি ভেসে আসে।

 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status