বিনোদন
৯ বছর পর শাকিবের সিনেমায় ন্যান্সি
স্টাফ রিপোর্টার
২৬ মার্চ ২০২৫, বুধবার
গত দেড় দশকেরও বেশি সময় ধরে সিনেমায় রাজত্ব করছেন শাকিব খান। তার সিনেমা মানেই দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা। অন্যদিকে, প্লেব্যাকের অন্যতম সফল কণ্ঠ নাজমুন মুনিরা ন্যান্সি। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ শিল্পী। সবশেষ শাকিব খানের ‘বসগিরি’ সিনেমায় গান গেয়েছিলেন ন্যান্সি। এবার ৯ বছর পর শাকিবের মুক্তি প্রতীক্ষিত ‘অন্তরাত্মা’ সিনেমায় গান গাইলেন এ গায়িকা। ঈদে মুক্তির জন্য ছবিটি এরইমধ্যে ছাড়পত্র পেয়েছে। আর এতেই দুইটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এরমধ্যে ‘একা আড়ালে’ শিরোনামের গানটিতে তার সহশিল্পী পিন্টু ঘোষ। রবিউল ইসলাম জীবনের কথায় এর সুর ও সংগীত করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। অন্যদিকে, ‘রাখি যত্নে সারা দিন’ শিরোনামের গানটির কথা লিখেছেন সোহানী হোসেন। সুর ও সংগীত করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। গানটিতে ন্যান্সির সহশিল্পী সমরজিত রায়। এ গায়িকা বলেন, শাকিব খান দেশের শীর্ষ নায়ক। তাছাড়া ‘অন্তরাত্মা’ ছবিটির গল্প-নির্মাণ সবই ভালো। সবমিলিয়ে বেশ ভালো লাগছে এ নায়কের ছবিতে প্রায় ৯ বছর পর আমার গান আসছে। আশা করছি, গান দু’টি পছন্দ করবেন সবাই। এদিকে, এ গানের বাইরেও ন্যান্সির একটি ঈদের গান প্রকাশ হচ্ছে তার চ্যানেলে। গানটিতে তার সহশিল্পী মিলন। এরইমধ্যে এর ভিডিওতে অংশ নিয়েছেন তিনি। নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।