ঢাকা, ২ এপ্রিল ২০২৫, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

নরসিংদীতে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে নিহত ২

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
২২ মার্চ ২০২৫, শনিবারmzamin

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। গতকাল সকাল ৬টায়  
উপজেলার দুর্গম চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোহিনীপুর এলাকার খোরশেদ মিয়ার ছেলে সৌদিআরব প্রবাসী আমিন মিয়া (২৮) ও আব্দুল বারিকের ছেলে বাশার মিয়া (৩০)।

সূত্র মতে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চাঁনপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও ইউপি সদস্য সামসু মিয়ার অনুসারীদের সঙ্গে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারীদের বিরোধ চলে আসছিল। এর জেরে কয়েক দফায় সংঘর্ষ হয়। সর্বশেষ গত ৫ই মার্চ ইউপি সদস্য সামসু মিয়া লোকজন নিয়ে হামলা চালিয়ে গ্রামে উঠতে চাইলে তাদের সামনে টিকতে না পেরে গ্রামের বাইরে অবস্থান নেয়। পরে শুক্রবার ভোরে আবদুস সালাম গ্রুপের লোকজন গ্রামে ওঠার চেষ্টা করলে এতে বাধা দেয় সামসু মেম্বারের লোকজন। এতে সংঘর্ষে সালাম গ্রুপের দু’জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। ৫ই আগস্টের আগে সামসু মেম্বার ও তার লোকজন সালাম গ্রুপের সামনে টিকতে না পেরে প্রায় ২ বছর এলাকার বাইরে অবস্থান করে। এ ঘটনার পর মোহিনীপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিহত আমিনের বাবা খোরশেদ মিয়া বলেন, ৫ই আগস্টের পর থেকে আমরা বাড়িছাড়া। ভোরে ঈদ করতে গ্রামে ওঠার চেষ্টা করলে সামসুর লোকজন আমাদের ওপর হামলা করে। আমার ছেলের পায়ে গুলি করে মাটিতে ফেলে তারপর গলা চেপে হত্যা করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, গত ছয় মাস ধরে প্রতিপক্ষের হামলার ভয়ে আমার অনুসারীরা এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছিলেন। ভোরে যখন তারা বাড়িতে ফিরছিল, তখন সামসুর লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমার পক্ষের দুইজন নিহত হয়েছেন।

সামসু মেম্বার বলেন, আমাদের গ্রুপের তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পাঠকের মতামত

ভাই ১৫ বছ‌রে যা ক‌রে‌ছো তার প্রতিদান অবশ‌্যই তু‌মি পা‌বে।

মোঃ আলাউ‌দ্দিন
২২ মার্চ ২০২৫, শনিবার, ২:৫৫ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status