ঢাকা, ২ এপ্রিল ২০২৫, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

স্টাফ রিপোর্টার
২২ মার্চ ২০২৫, শনিবার

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। গতকাল ভোর ৫টার দিকে চকবাজার থানার চম্পাতলী সোয়ারীঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। গণপিটুনির পর তাদের উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। নিহতের বয়স ২৫। আর আহতদের বয়স ২০ ও ১৮। নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। 

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের বলেছেন, ভোর ৫টার পর বুড়িগঙ্গার ওপারে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। এ সময় ওপারের লোকজন ডাক-চিৎকার দিলে ছিনতাইকারীরা পালাতে থাকে। দুইজন ছিনতাইকারী পালিয়ে নৌকা দিয়ে আমাদের এই পাশে চম্পাতলী ঘাটের দিকে আসছিল। ওপারে চিৎকার-চেঁচামেঁচিতে এপারের লোকজন দুইটা নৌকা নিয়ে নদীতে যায়। এপারের লোকজন যখন তাদের ধরতে যায় তখন তারা নদীতে ঝাঁপিয়ে পড়ে। তখন এপারের লোকজন তাদের ধরে নিয়ে আসে। পরে জনগণ উত্তেজিত হয়ে তাদের গণপিটুনি দেয়। তিনি বলেন, খবর পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আর একজন গুরুতর অবস্থায় ভর্তি আছেন। নিহতদের নাম-পরিচয়ে বিষয়ে তিনি বলেন, সিআইডির সহযোগিতায় আমরা জানতে পেরেছি এপারে যিনি মারা গেছেন তার নাম আসিফ।

চকবাজার থানার ওসি শেখ আশরাফুজ্জামান বলেন, ভোরে নদীর ওপারে কেরানীগঞ্জ ফেরিঘাট এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই সময় জনগণের ধাওয়া খেয়ে সন্দেহভাজনরা নদীতে ঝাঁপ দেয়। তাদের মধ্যে দুইজন নদী সাঁতরে সোয়ারীঘাট এলাকায় উঠে এলে পাড়ের জনতা তাদের দুইজনকে গণপিটুনি দেয়। খবর পেয়ে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যায়। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। 

চকবাজার এবং কেরানীগঞ্জ থানার পুলিশ ভোরে আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। চকবাজার থানা পুলিশ গণপিটুনির শিকার দুইজনকে এবং কেরানীগঞ্জ থানা পুলিশ একজনকে নিয়ে আসে। তাদের মধ্যে চকবাজার থানা পুলিশের আনা একজন মারা গেছেন।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status