ঢাকা, ২ এপ্রিল ২০২৫, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

ঐকমত্য কমিশন

৪২ প্রস্তাবে সম্মত নয় এলডিপি

স্টাফ রিপোর্টার
২১ মার্চ ২০২৫, শুক্রবার

রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে  ১৬৬টি প্রশ্নমালার যে স্প্রেডশিট পাঠিয়েছে তার মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ১২০টিতে একমত পোষণ করেছে। বাকি ৪২টিতে একমত নয়, ২টিতে আংশিকভাবে একমত এবং ২টি অস্পষ্ট বলে মনে করে এলডিপি।
গতকাল জাতীয় সংসদ ভবন এলাকার এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে এলডিপি’র প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ এসব কথা জানান।

অলি আহমদ জানান, ১৬৬টি প্রস্তাবের মধ্যে তারা ১২০টিতে একমত প্রকাশ করেছে, বাকি ৪২টিতে একমত নয়, দু’টোতে আংশিকভাবে একমত এবং ২টি অস্পষ্ট। সংবিধান সংস্কার সংক্রান্ত ৭০টি প্রস্তাবের মধ্যে ৫১টিতে এলডিপি একমত, ১৬টিতে একমত নয়, ১টি আংশিকভাবে একমত এবং দু’টো প্রস্তাবে অস্পষ্ট বলে মনে করে দলটি।
তিনি জানান, বিচার বিভাগের ২৩টির মধ্যে ২২টি একমত আর একটিতে আংশিকভাবে একমত, দুর্নীতি দমনের ২০টির মধ্যে সবগুলোতে একমত।  জনপ্রশাসনে ২৬টির মধ্যে ১১টিতে একমত, ১৫টিতে একমত নয়। নির্বাচন সংস্কারের ২৭ প্রস্তাবের মধ্যে ১৬টিতে একমত এবং ১১টিতে দলটি একমত নয়।

অলি আহমদ বলেন, সবগুলো সুপারিশের মধ্যে নির্বাচন কমিশনের সুপারিশ দুর্বল ছিল। তারা অতীতের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ করেছিল তার কাগজ সংগ্রহ করা উচিত ছিল। 
সংলাপে এলডিপির মতামতের কাগজ কাউকে না দিতে প্রস্তাব করেন অলি আহমেদ। জবাবে আলী রীয়াজ বলেন আমরা কাউকে দেবো না।

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য সফররাজ হোসেন, এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। 
সংলাপে এলডিপি’র পক্ষে দলটির মহাসচিব রেদোয়ান আহমেদসহ ৮ জন উপস্থিত ছিলেন।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status