বিনোদন
মুগ্ধতা ছড়াচ্ছে মানিক-রাজা বশিরের ‘ইমাম মাহাদী’
স্টাফ রিপোর্টার
২১ মার্চ ২০২৫, শুক্রবার
প্রকাশিত হয়েছে জীবনমুখী গানের শিল্পী, সাংবাদিক ও লেখক আমিরুল মোমেনীন মানিকের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ইমাম মাহাদী’। তার সঙ্গে গেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী বশির আহমদ-মীনা বশির দম্পতির পুত্র রাজা বশির। মানিকের কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন পারভেজ জুয়েল। কিশোর নীলের নির্মাণে ‘ইমাম মাহাদী’ প্রকাশিত হয়েছে ‘মানিক মিউজিক’ ইউটিউব চ্যানেলে। গানটির গ্রাফিক্স করেছেন ওমায়ের হোসেইন। গানটি প্রসঙ্গে আমিরুল মোমেনীন মানিক বলেন, গোটা পৃথিবী জুড়ে ভয়াবহ অস্থিরতা। কোথাও স্বস্তি বা শান্তি নেই। আমরা যারা বিশ্বাসী, তারা অপূর্ব এক রোমান্টিক স্বপ্নে বিভোর থাকি। আশায় থাকি যে, ইমাম মাহাদী আসবেন। তিনি এসে দুনিয়ায় সুশাসন ও সুবিচার প্রতিষ্ঠা করবেন। সেই স্বপ্নের অনুরণন সবার মাঝে ছড়িয়ে দিয়ে মানবতাবাদী সব মানুষের মধ্যে জাগরণ তৈরি করতেই ‘ইমাম মাহাদী’ নির্মাণ করা হয়েছে। গানটিতে দুই শিল্পীর পাশাপাশি অংশ নিয়েছে একঝাঁক শিশুশিল্পী। বিশেষ করে গানের ভিডিওটিতে শিশুশিল্পী আরজু মোমেনীন মাশা’র অভিনয় মনে ধরেছে দর্শকদের।