বিশ্বজমিন
ট্রাম্প প্রশাসনের সঙ্গে পরামর্শ করেই গাজায় হামলা চালিয়েছে ইসরাইল
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৮ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে পরামর্শ করেই গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। ফক্স নিউজের ‘হ্যানিটি’ শোতে এ কথা জানিয়েছেন হোয়াইট হাউসের এক মুখপাত্র। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, হামলার আগে তাদের সঙ্গে পরামর্শ করেছে ইসরাইল।
এক বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলার পর গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়। ইতিমধ্যেই যুদ্ধবিরতির প্রথম পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় ধাপ কার্যকর করার জন্য আলোচনা চলমান রয়েছে। এর মধ্যেই এমন ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। যা সুস্পষ্ট যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন বলে জানিয়েছে হামাস। সংগঠনটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করেছে ইসরাইল। এছাড়া হোয়াইট হাউসের ওই বিবৃতি থেকে বুঝা যায় যে, ইসরাইলের হামলার পেছনে ট্রাম্প প্রশাসনের সমর্থন রয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন- হামাস, হুথি, ইরান; এরা কেবল ইসরাইলকে নয় যুক্তরাষ্ট্রকেও টেরোরাইজ করতে চায়। তাদের সকলকে এর মূল্য দিতে হবে। সবাইকে ভেঙে দেয়া হবে। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, হামাসকে গাজায় আটক সকল জিম্মিকে মুক্তি দিতে হবে। নইলে তাদের ভেঙে দেয়া হবে।
এদিকে মঙ্গলবার সকালে অনলাইন বিবিসির এক খবরে বলা হয়েছে, উপত্যকাটির একধিক জায়গায় হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এতে দুই শতাধিক মানুষ নিহতের খবর পাওয়া গেছে। ইসরাইলের এই হামলায় এটা স্পষ্ট যে তারা যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে। তারা বলেছে, হামলা যতক্ষণ প্রয়োজন ততক্ষণই চলবে। গাজার উত্তরাঞ্চল, গাজা সিটি, দেইর আল বালাহ, খান ইউনিস এবং রাফাসহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলার চালিয়েছে তারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, নিহতদের অনেকেই শিশু।
পাঠকের মতামত
ট্রাম্প নিজে যোদ্ধ বন্ধের ঘোষণা দিয়ে ভূমিধস জয় নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হোয়াটহাউসে ফিরে এসেছিলেন সেই ট্রাম্প কেন উল্টো পথে হাঁটছেন?বিশ্ব বেইমান :আল্লাহ ছাড় দেয় কিন্তূ ছেড়ে দেয়না।এই পবিত্র রমজানে ঘুমন্ত গাজাবাসীর উপর হামলার পরিণতি ভালো হবেনা।
To stop this, Muslims need to be united and follow the path of Islam. Surah Ar-Ra’d (13:11) "Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves." The Prophet (ﷺ) said: "Tie your camel and then put your trust in Allah."(Tirmidhi 2517, Hasan Hadith)
গনহত্যাকারী দখলদার ই*সরায়েল কি পুরো বিশ্বের সেরা শক্তিশালী না শক্তিধর দেশগুলো মুসলিম বিরোধী এই প্রশ্ন আজ বড় হয়ে দেখা দিয়েছে। তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দ্রুত এই গনহত্যা বন্ধে সকল দেশকে একযোগে কাজ করার জোর দাবী জানাচ্ছি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পাপিষ্ঠ রাস্ট্র। তারা ইহুদি ও কাফের -মুসলমানদের চরম শত্রু। মুসলমানদের উপর এসব রাস্ট্রের বর্বরতার একদিন তাদের চরম মূল্য দিতে হবে। আল্লাহ পাক মহাপরাক্রমশালী। অনেক শক্তিশালী জাতি আল্লাহ পাকের গজবে নাস্তানাবুদ হয়ে গেছে। ইতিহাস সাক্ষী।
পিপিলিকার পাখা গজায় মরিবার তরে । যেমন হাসিনার পাখা গজায় ছিলো । নিশ্চয়ই আল্লাহর সাহায্য সন্নিকটে ।
মহান আল্লাহ অবশ্যই ইসলাম_ মুসলিম বিরোধী এই শয়তান শত্রু রাষ্ট্র ও এ গুলোর নেতাদেরকে কঠিন শাস্তি দিবেন এই কামনা করছি ...আমিন ।।