বিনোদন
স্বামীর বিরুদ্ধে পাকিস্তানি গায়িকার মামলা
বিনোদন ডেস্ক
১৭ মার্চ ২০২৫, সোমবার
শারীরিক নির্যাতনের অভিযোগ এনে স্বামী নাভিদ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পাকিস্তানের বিখ্যাত সংগীতশিল্পী নাসিবো লাল। শুক্রবার লাহোরের শাহদারা শহরে স্বামীর দ্বারা নির্যাতনের শিকার হন এ গায়িকা। আঘাতে মুখের বাম পাশে ও নাকে গুরুতর জখম হয়েছে। গায়িকা বলেন, সে প্রায়ই আমার সঙ্গে ঝগড়া করে। কিন্তু আজ হঠাৎ করেই ইট দিয়ে আঘাত এবং গালিগালাজ করে।