বিনোদন
শ্রীলীলা’র প্রেমে মশগুল কার্তিক
বিনোদন ডেস্ক
১৬ মার্চ ২০২৫, রবিবার
কার্তিক আরিয়ান আবারো প্রেমে পড়েছেন। শোনা যাচ্ছে, কার্তিক তার আগামী ছবির নায়িকা শ্রীলীলার প্রেমে মশগুল। নোরা ফাতেহি এ বিষয়ে কটাক্ষ করে বলেন, কোন অভিনেত্রীকে রেহাই দিয়েছেন আপনি? কার্তিকের মা কিছুদিন আগে বলেছিলেন ছেলের জন্য চিকিৎসক বৌমা চান তিনি। ঘটনাক্রমে শ্রীলীলাও ডাক্তারি পড়ছেন। এদিকে, বিয়ের আগেই দুই সন্তানকে দত্তক নিয়েছেন শ্রীলীলা।