বিনোদন
প্রেমের কথা স্বীকার করলেন আমির
বিনোদন ডেস্ক
১৫ মার্চ ২০২৫, শনিবার
গতকাল ছিল আমির খানের ৬০তম জন্মদিন। জন্মদিনের ঠিক আগেই প্রেমে সিলমোহর দিলেন এ তারকা। বেঙ্গালুরুর গৌরী স্প্র্যাটের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। এর ভেতরই আমির জানালেন, দীর্ঘ ২৫ বছরের পরিচিতি থাকলেও এক বছর ধরে সম্পর্কে রয়েছেন তারা। এমনকি একত্রবাসও করছেন। আমিরের সংস্থানেই কর্মরত তার নতুন প্রেমিকা গৌরী। তিনি অর্ধেক তামিল এবং অর্ধেক আইরিশ।