ঢাকা, ৩ মার্চ ২০২৫, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২ রমজান ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার

ডিজিএফআইয়ের সাবেক ডিজি’র বাসায় অভিযান

স্টাফ রিপোর্টার
৩ মার্চ ২০২৫, সোমবারmzamin

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এই টাকা জব্দ করা হয়। রোববার দুপুরে দুদক প্রধান কার্যালয়ের সামনে  সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান।

বলেন, সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাইফুল আলমের বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল; সেই অভিযোগ অনুসন্ধানকালে তার ক্যান্টনমেন্ট এলাকার বাসায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ট্রাংকে ২ কোটি ৪৫ লাখের বেশি টাকা পাওয়া যায়। অভিযানে আমাদের অনুসন্ধান কর্মকর্তা, যৌথ বাহিনীর উপস্থিতিতে জব্দ তালিকা করা হয়েছে। সেই টাকা আদালতে দাখিল করা হবে।
গত ২৭শে ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা, যৌথ বাহিনীর সহায়তায় এ অভিযান চালানো হয় বলে জানান আক্তার হোসেন।

গত ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন।
এ ছাড়া তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ১১ই সেপ্টেম্বর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সেনাবাহিনী।
এর আগে গত ৪ঠা সেপ্টেম্বর সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে তাদের সন্তান ও মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status