ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

ভারতে কমছে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার
১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের ভিসা পাওয়ার জটিলতা শুরু হয়, যা এখনো চলমান। এতে দেশটিতে বাংলাদেশি ভ্রমণকারীর সংখ্যা হ্রাস পেয়েছে। ফলে ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার টানা দুই মাস ধরে কমেছে। গত ডিসেম্বর মাসে ভারতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৪০ কোটি টাকা, নভেম্বরে যার পরিমাণ ছিল ৪৭ কোটি টাকা। আর অক্টোবরে ছিল ৫৩ কোটি টাকা। ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার কমলেও থাইল্যান্ড ও সিঙ্গাপুরে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টদের মতে, ভারত সীমিত সংখ্যায় ভিসা দেয়ায় প্রতিবেশী দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকদের সংখ্যা কমেছে। ফলে চিকিৎসার জন্য থাইল্যান্ড ও সিঙ্গাপুর নির্ভর করতে হচ্ছে রোগীদের। সীমিত পরিসরে চিকিৎসা ভিসা পাওয়া গেলেও তা খুবই কম। ফলে দেশটিতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার কমেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর ছয় মাসের ব্যবধানে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেনে শীর্ষে থাকা ভারত চতুর্থ স্থানে নেমেছে। ডিসেম্বরে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেনে শীর্ষ রয়েছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ড ও তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। 
২০২৪ সালের ডিসেম্বরে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা খরচ করেছে ৪৯১ টাকা। আগের মাস নভেম্বরে খরচের পরিমাণ ছিল ৪৩২ কোটি টাকা।
বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বাড়লেও ভারতে এ খরচ কমেছে। গত বছরের জুনে ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা খরচ করেছিল ৯২ কোটি টাকা বা মোট খরচের ১৭.৫৬ শতাংশ। ওই মাসে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে লেনদেনে ভারতের অবস্থান ছিল প্রথম।
এরপর গত অক্টোবরে বাংলাদেশিরা খরচ করেছে ৫৩ কোটি টাকা বা মোট লেনদেনের ১০.৭৮ শতাংশ। এই মাসে ভারতে বাংলাদেশিদের অবস্থান নেমে এসেছে তৃতীয়।
সর্বশেষ তথ্য বলছে, ২০২৪ সালের ডিসেম্বরে ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ কমে দাঁড়িয়েছে ৪০ কোটি টাকা, যা ছিল মোট খরচের ৮.১৩ শতাংশ।
একটি ব্যাংকের কার্ড বিভাগের প্রধান বলেন, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালের ডিসেম্বরে বিদেশে কার্ডে লেনদেন কমার একটি কারণ হলো ভারতের ভিসা প্রাপ্তিতে চলমান জটিলতা। এই সমস্যা না থাকলে লেনদেনের পরিমাণ আরও বেশি হতো।
কোন দেশে কত খরচ করছে বাংলাদেশিরা: বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের নভেম্বরের দেশভিত্তিক লেনদেনের তথ্য অনুযায়ী, ক্রেডিট কার্ডের মাধ্যমে সবচেয়ে বেশি খরচ করা হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট লেনদেনের ১৫.৮৭ শতাংশই হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশভিত্তিক অন্যান্য লেনদেনের মধ্যে ভারতে ১০.৯৪ শতাংশ, থাইল্যান্ডে ১০.৭৪ শতাংশ, সিঙ্গাপুরে ৮.৯২ শতাংশ এবং যুক্তরাজ্যে ৭.৯৮ শতাংশ হয়েছে। দেশের অভ্যন্তরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহার সর্বাধিক হয়েছে ডিপার্টমেন্ট স্টোরগুলোতে, যা মোট লেনদেনের ৩৬.৬৪ শতাংশ। এছাড়া নগদ উত্তোলন ২৬.৯৮ শতাংশ এবং পরিবহন খাতে ১৭.৫৬ শতাংশ লেনদেন হয়েছে। বাকি খাতগুলোয় সম্মিলিতভাবে ১৮.৮২ শতাংশ এ ধরনের লেনদেন হয়েছে।
 

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status