বিশ্বজমিন
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পাকিস্তানে গ্রেপ্তার এক অধ্যাপক
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ২:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে পাকিস্তানের মালাকান্দ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে। এ ঘটনায় ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার মালাকান্দ শহরের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার মুহিবুল্লাহ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, তাদের কাছে এক নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছেন । তিনি অভিযোগ করেছেন গত কয়েক মাস ধরে যৌন হয়রানির শিকার হয়েছেন। তাই পুলিশের কাছে সহায়তা চেয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
এতে বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। পুরো ঘটনাটি তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ওই ছাত্রীর প্রাথমিক ডায়েরিতে বলা হয়েছে, অভিযুক্ত অধ্যাপক কয়েক মাস ধরেই ওই ছাত্রীকে যৌন হয়রানি করে আসছিলেন। তাকে বাড়ি থেকে অপহরণেরও চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যে অধ্যাপককে গ্রেপ্তার করা হয়েছে তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া অধ্যাপকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মুখ্যমন্ত্রী আলী আমিন মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগের তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। কমিটি এখন ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য রেকর্ড করবে। তদন্ত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।