বিনোদন
‘ঘুমপরী’ সব থেকে আলাদা
স্টাফ রিপোর্টার
১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার
ভালোবাসায় মোড়ানো গল্প নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’ নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী তানজিন তিশা। জাহিদ প্রীতমের পরিচালনায় এতে প্রীতম হাসানের সঙ্গে প্রথমবার জুটি বাঁধলেন তিনি। এ ছাড়াও রয়েছেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন। আগামী ২০শে ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফরম চরকিতে মুক্তি পাবে ফিল্মটি। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র ট্রেলার উন্মোচন করা হয়। এর মাধ্যমে চরকির সঙ্গেও প্রথম কাজ করলেন তিশা। এ বিষয়ে তিনি বলেন, আমাকে অনেকেই জিজ্ঞেস করতো যে চরকির সঙ্গে কেন কাজ হচ্ছে না। আমি বলতাম, ভালো একটা গল্প, একটা চরিত্রের অপেক্ষা করছি। আমার মনে হয় ‘ঘুমপরী’-তে আমি সেটা পেয়েছি। দর্শকরা সেটা দেখলেই বুঝতে পারবেন। তিনি আরও বলেন, আমি অনেক রকমের কাজ করেছি। তবে ‘ঘুমপরী’ সব থেকে আলাদা। আমি তো পারফর্মেন্সের জায়গা খুঁজি,
এখানে সেটা পেয়েছি। কনসেপ্টটা খুব ভালো লেগেছে। এর আগে গত ১০ই ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের ‘মন্দ হতো না’ গানের টিজার। গানটির ‘তুমি আমার হলে মন্দ হতো না’ লাইনটি বেশ ছড়িয়ে পড়েছে। রোম্যান্স, মিস্ট্রি, ড্রামা ঘরানার ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র গল্প, সংলাপ, চিত্রনাট্য করেছেন জাহিদ প্রীতম। এতে অভিনয় করেছেন- দীপা খন্দকার, মিলি বাশার, নওরিন প্রমুখ।