বিনোদন
সুসময়ে কনা
স্টাফ রিপোর্টার
৫ আগস্ট ২০২২, শুক্রবার
২২ বছর ধরে সংগীত জগতে নিয়মিত গান করে যাচ্ছেন দিলশাদ নাহার কনা। ক্যারিয়ারের শুরুতেই অডিওতে সফলতা পেয়েছেন। আর গত কয়েক বছর ধরেই কনা সিনেমার গানে অপরিহার্য কণ্ঠে পরিণত হয়েছেন। বিশেষ করে ইমরানের সঙ্গে তার ‘দিল দিল দিল’ ব্যাপকভাবে জনপ্রিয় হওয়ার পর এই জুটিকে নিয়েই সিনেমার গান করছেন পরিচালক-প্রযোজকরা। এদিকে সর্বশেষ গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সাইকো’ ছবিতে একটি গান গেয়েছেন কনা। সেটাও ইমরানের সঙ্গে। অনন্য মামুন পরিচালিত এ ছবির ‘আহারে কতো মায়ারে’ শিরোনামের গানটি এরইমধ্যে বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। কনা বলেন, ঈদের ছবির গান থেকে সাড়া পেলে অন্যরকম ভালো লাগা কাজ করে। এবারও তেমন হয়েছে। গানটির জন্য অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন। একটু আলাদা ঢংয়ের এ গানটি শ্রোতারা পছন্দ করেছেন, এটাই বড় সার্থকতা। এদিকে এরইমধ্যে ‘দামাল’, ‘জলছবি’সহ অনেক নতুন ছবিতেই গান গাওয়া হয়েছে বলে জানালেন কনা। সেদিক থেকে কনা ক্যারিয়ারের সর্বোচ্চ সুসময় এখন পার করছেন। কনা বলেন, যে ক’টি বড় সিনেমা আসছে তার প্রায় সবক’টিতেই আমার গান রয়েছে। পরিচালক-প্রযোজকরা আমার ওপর আস্থা রাখছেন এটা আমার জন্য একটি অর্জন। এদিকে নিজ উদ্যোগেও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী। এ বিষয়ে তিনি বলেন, বেশকিছু নতুন গান করেছি। বিভিন্ন সুরকাররা এর সুর করেছেন। নিজের পছন্দমতো গানগুলো তৈরি করেছি। সেগুলো ভিডিওসহ প্রকাশ করবো সামনে। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।