বিনোদন
ছুটিতে মহেশবাবু
বিনোদন ডেস্ক
৫ আগস্ট ২০২২, শুক্রবার
মোটামুটি বেড়ানোর ওপরই আছেন তেলুগু সুপারস্টার মহেশবাবু। তবে শুধু তিনি একা নন, যেখানে যাচ্ছেন স্ত্রী নম্রতা, ছেলে গৌতম ও মেয়ে সিতারাও। এই তো কিছুদিন আগেই নিউ ইয়র্ক থেকে ছুটি কাটিয়ে এলেন তারা। এবার গিয়েছেন সুইজারল্যান্ড। তাদের বেড়ানোর ছবি স্ত্রী নম্রতাই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তবে তার মধ্যে কিছু ছবি যে মেয়ে সিতারা সবাইকে না জানিয়ে তুলেছে তাও বলেছেন নম্রতা। তাই তো সিতারাকে পরিবারের নিজস্ব পাপারাৎজি বলে সম্বোধন করেছেন তিনি।