বাংলারজমিন
হবিগঞ্জে ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে বৈষম্যবিরোধীদের হুঁশিয়ারি
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবারহবিগঞ্জে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের আজকের মধ্যে গ্রেপ্তারের ঘোষণা না দিলে জেলা প্রশাসন-পুলিশ প্রশাসনসহ সকল সরকারি অফিসে তালা ঝুলিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৃহস্পতিবার দুপুরে শহরের টাউনহল রোডে ব্লকেড কর্মসূচিতে এমন ঘোষণা দেন হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মাহদি হাসান। পরে অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম এসে তাদেরকে আশ্বস্ত করেন যে, ছাত্রলীগ ও আওয়ামী লীগকে ধরা হবে। এ আশ্বাসে তিন ঘণ্টা পর ব্লকেড তুলে নেন তারা।
এদিকে ব্লকেডের ফলে গোটা শহর অচল হয়ে পড়ে। পরে বিকালে অতিরিক্ত পুলিশ সুপার একই আশ্বাসে ব্লকেড তুলে নেন। সকালে কোর্ট মসজিদের সামনে বি?ক্ষোভ সমা?বেশ ক?রে প?রে একটি মিছিল নিয়ে বের হয়ে সাইফুর রহমান টাউন হলের সামনে প্রধান সড়ক অবরোধ করেন তারা। এ সময় সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে।
এ সময় বক্তারা বলেন, আগস্টে বিভাগের সর্বোচ্চ ১৬ জন শহীদের জেলা হবিগঞ্জ। কিন্তু এখন পর্যন্ত কোনো উপদেষ্টা শহীদ পরিবারের সঙ্গে দেখা করেননি। শুধু তাই নয়, হবিগঞ্জসহ সারা দেশে প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে আছে। অনতিবিলম্বে আওয়ামী লীগের দোসরদেরকে গ্রেপ্তার ক?রে বিচারের আওতায় আনাসহ হবিগঞ্জে ছাত্র-জনতা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান। অন্যথায়, আবারো বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে।