দেশ বিদেশ
বইমেলায় এম মিরাজ হোসেনের দুটি বইয়ের মোড়ক উন্মোচন
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ৯:০২ অপরাহ্ন

বইমেলায় লেখক, শিল্পোদ্যোক্তা ও সমাজকর্মী এম মিরাজ হোসেনের লেখা দুটি বই প্রকাশিত হয়েছে। নওরোজ প্রকাশনী থেকে প্রকাশিত বই দুটি হলো ভ্রমনকাহিনী নিয়ে লেখা ‘আজব বাংলাদেশ’ ও উপন্যাস ‘ চিঠির আধারে’।
শনিবার বইমেলা প্রাঙ্গনে লায়নস ক্লাব ইন্টারন্যাশনালের ( ডিস্ট্রিক্ট ৩১৫-এ২) গভর্নর মো. হামিদ আনুষ্ঠানিকভাবে বই দুটির মোড়ক উন্মোচন করেন। এসময় প্রকাশনীর কর্ণধার মনজুর খান চৌধুরী চন্দন, লেখক ও পাঠকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক এম মিরাজ হোসেন বলেন, ‘আজব বাংলাদেশ’ বইটিতে বাংলাদেশের রহস্যময়, অদ্ভুদ ও বিচিত্র ঘটনা ও লোককথা তুলে ধরা হয়েছে। এটি পাঠককে বিচিত্র ইতিহাস ও সংস্কৃতির গভীরে নিয়ে যাবে। ‘চিঠির আধারে’ উপন্যাসটিতে বাবা-মায়ের ভালোবাসা, সামাজিক দৃষ্টিভঙ্গি ও মানসিক টানাপোড়নের সংবেদনশীল উপাখ্যান উঠে এসেছে। উল্লেখ্য, বই দুটি নওরোজ কিতাবিস্তানের ৪৯৯, ৫০০ ও ৫০১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।