বিনোদন
ভালোবাসা দিবসে ‘ঘুমপরী’
স্টাফ রিপোর্টার
৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার
প্রীতম হাসান গানের মানুষ হলেও মাঝে-মধ্যেই তাকে অভিনয়ে দেখা যায়। যে ক’টি কাজই তিনি করেছেন, তার মাধ্যমে মেধার স্বাক্ষর রেখেছেন। অন্যদিকে, চলতি সময়ের ছোট পর্দার অন্যতম অভিনেত্রী তানজিন তিশা। এরইমধ্যে ওয়েবেও কাজ করেছেন তিনি। আগেই জানা গিয়েছিল প্রীতম-তিশা জুটিবদ্ধ হয়েছেন জাহিদ প্রীতমের নতুন ওয়েব ফিল্মে। সম্প্রতি এ ফিল্মটির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। তবে দু’টি পাখি একসঙ্গে ও একটি পাখি আলাদা একটি তারে ঝুলে আছে। এভাবেই অন্যরকমভাবে ফিল্মটির পোস্টার পোস্ট করা হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান চরকি’র ফেসবুক পেজে। জানানো হয়েছে, ওয়েব ফিল্মটি আসছে ভালোবাসা দিবস উপলক্ষে। এটি মূলত ভালোবাসা আর মমতায় মাখানো রূপকথার ঘুমপরীর গল্প। তার যেমন সৌন্দর্য, তেমন সুরেলা কণ্ঠ। যার মোহাবিষ্টে ঘুমিয়ে পড়ে সবাই। প্রয়োজনে পরীর রাজ্য থেকে পৃথিবীতে নেমে আসে ঘুমপরী। তাই রূপকথার ঘুমপরীর উপমা দিতে দেখা যায় পৃথিবীতে, যে পাশে থাকলে থাকে প্রশান্তি, থাকে ভালোবাসা। রূপকথার সেই গল্পের মতো না হলেও ভালোবাসা আর মায়ায় জড়ানো এক গল্প নিয়ে নির্মিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম ‘ঘুমপরী’। ওয়েব ফিল্মটিতে প্রীতম ও তিশা ছাড়াও অভিনয় করেছেন পারসা মেহজাবীন পূর্ণি।