বিনোদন
শুধরানোর চেষ্টা দীঘির
স্টাফ রিপোর্টার
৪ আগস্ট ২০২২, বৃহস্পতিবার
প্রার্থনা ফারদিন দীঘি। নায়িকা হওয়ার পর নানা আলোচনা-সমালোচনার মধ্যদিয়ে যেতে হচ্ছে। তবে নিজেকে বর্তমানে শুধরে নেয়ার চেষ্টা করছেন। এমনটাই জানালেন তিনি। এই নায়িকা বলেন, আসলে শিশুকালে কোনো সমালোচনার মুখে পড়তে হয়নি। কারণ বাচ্চাদের কোনো হেটার্স থাকে না। নায়িকা হওয়ার পর অনেক কথা শুনেছি। তবে আমার ভালো চান অমাকে যে যেটা সাজেশন দেয় সেটা আমি মনোযোগ সহকারে শুনি। ভুলগুলো শুধরে নেয়ার চেষ্টা করেছি ইতমিধ্যে। শুধরে নেয়ার সাম্প্রতিক উদাহরণ হচ্ছে ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’।
বিজ্ঞাপন