বিনোদন
৯ মাস পর ফিরছেন শাকিব
স্টাফ রিপোর্টার
৪ আগস্ট ২০২২, বৃহস্পতিবার
দীর্ঘ নয় মাস পর দেশে ফিরছেন ঢালিউডের এক নম্বর নায়ক শাকিব খান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছিলেন তিনি এতদিন। তবে এরইমধ্যে ঢাকায় ফেরার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন শাকিব। সব ঠিকঠাক থাকলে ১৫ই আগস্ট সকালে তিনি ঢাকায় ফিরছেন। গত বছর ১২ই নভেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাকিব খান। চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ডে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে সেখানে যান এ ঢালিউড তারকা। এ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ঢাকায় ফেরার কথা থাকলেও দেশটিতে গ্রিন কার্ডের আবেদনের কারণে তখন আর দেশে ফেরা হয়নি। গ্রিন কার্ডের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। ঢাকায় ফেরার পর শাকিব খান নতুন ছবি ও তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের কাজ নিয়ে ব্যস্ত হবেন। সরকারি অনুদান পাওয়া ছবি ‘মায়া’ এর কাজও খুব শিগগিরই শুরু করতে চান তিনি। এদিকে শাকিব খান নিউ ইয়র্কে থাকা অবস্থায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে রোজার ঈদে মুক্তি পেয়েছে তার দু’টি চলচ্চিত্র ‘গলুই’ ও ‘বিদ্রোহী’। এরমধ্যে ‘গলুই’ বেশ পছন্দ করেছেন দর্শক। ঈদুল আজহায় যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে ছবিটি।