ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

বিনোদন

৯ মাস পর ফিরছেন শাকিব

স্টাফ রিপোর্টার
৪ আগস্ট ২০২২, বৃহস্পতিবার
mzamin

দীর্ঘ নয় মাস পর দেশে ফিরছেন ঢালিউডের এক নম্বর নায়ক শাকিব খান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছিলেন  তিনি এতদিন। তবে এরইমধ্যে ঢাকায় ফেরার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন শাকিব। সব ঠিকঠাক থাকলে ১৫ই আগস্ট সকালে তিনি ঢাকায় ফিরছেন। গত বছর ১২ই নভেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাকিব খান। চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ডে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে সেখানে যান এ ঢালিউড তারকা। এ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ঢাকায় ফেরার কথা থাকলেও দেশটিতে গ্রিন কার্ডের আবেদনের কারণে তখন আর দেশে ফেরা হয়নি। গ্রিন কার্ডের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ইতিমধ্যে।  ঢাকায় ফেরার পর শাকিব খান নতুন ছবি ও তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের কাজ নিয়ে ব্যস্ত হবেন।  সরকারি অনুদান পাওয়া ছবি ‘মায়া’ এর কাজও খুব শিগগিরই শুরু করতে চান তিনি। এদিকে শাকিব খান নিউ ইয়র্কে থাকা অবস্থায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে  রোজার ঈদে মুক্তি পেয়েছে তার দু’টি চলচ্চিত্র ‘গলুই’ ও ‘বিদ্রোহী’। এরমধ্যে ‘গলুই’ বেশ পছন্দ করেছেন দর্শক। ঈদুল আজহায় যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে ছবিটি।

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status