ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

বিনোদন

বিদ্রুপের শিকার শ্রাবন্তী

বিনোদন ডেস্ক
৪ আগস্ট ২০২২, বৃহস্পতিবার
mzamin

মালদ্বীপে বেড়ানোর ছবি পোস্ট করেছিলেন। তাতেই কটাক্ষের শিকার শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার ‘ইডির উৎপাত’-এর প্রসঙ্গ তুলে নায়িকাকে বিদ্রƒপ করা হলো। তাকে মালদ্বীপ সফর থেকে শহরে না ফেরার পরামর্শও দেয়া হয়েছে।  সাদা শার্ট ও শর্টস পরে মালদ্বীপের সৈকতে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন শ্রাবন্তী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। এতেই মন্তব্যের ঝড় ওঠে। অনেকেই নায়িকার প্রশংসা করেন। আবার অনেকে ব্যঙ্গ করতে থাকেন। আন্টি এই বয়সে এসব কী- এমন মন্তব্য করা হয়। সিঙ্গেল মানুষকে এই ছবিগুলো তুলে দেয় কে?- সে প্রশ্নও করা হয়। অভিনেত্রীর ৩টি বিয়ের প্রসঙ্গ তুলেও কটাক্ষ করা হয়। এরমধ্যেই একজন আবার ইডির প্রসঙ্গ তোলেন। এখন আসার দরকার নেই তোমার, এদিকে ইডি’র উৎপাত বেড়েছে- এ কথাই এক নেটিজেন লেখেন শ্রাবন্তীর পোস্টে। তাতে আবার কয়েকজন হাসিতে লুটিয়ে পড়ার ইমোজিও দিয়েছেন। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে এসএসসি দুর্নীতি মামলা নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই ইডির হাতে গ্রেপ্তার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। তা নিয়ে নানা কাণ্ড ঘটেই চলেছে। জোকা ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছুড়ে মেরেছেন শুভ্রা ঘোড়ুই নামের এক নারী। দক্ষিণ ২৪ পরগণার এই গৃহবধূকে আবার ইতিহাস বইয়ের পাতায় জায়গা করে দেয়ার দাবিতে সরব হয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা। এমন পরিস্থিতিতেই বিজেপি’র সঙ্গ ত্যাগ করা শ্রাবন্তীকে মালদ্বীপ থেকে কলকাতায় না ফেরার পরামর্শ দেয়া হয়েছে।

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status