বিশ্বজমিন
তাইওয়ানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দিলো চীন
মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) ৩ আগস্ট ২০২২, বুধবার, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:১৬ অপরাহ্ন

আবারও তাইওয়ানের বেশ কিছু পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। যুক্তরাষ্ট্রের স্পিকার এবং ডেমোক্রেটিক দলের শীর্ষ ব্যক্তিত্ব ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বেশ কিছু ফল, দু ধরণের মাছ ও বালু। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বুধবার সকালে এই নিষেধাজ্ঞা ঘোষণা করে।
বিবিসি জানিয়েছে, এর আগে রাতেই এ ধরণের আরেকটি নিষেধাজ্ঞার কথা জানিয়েছিলো বেইজিং কর্তৃপক্ষ। তার আওতায় ছিলো বিস্কুট ও কনফেকশনারী দ্রব্যসহ বেশ কিছু পণ্য। চীনের সঙ্গে তাইওয়ানের বাণিজ্য সম্পর্ক অনেক গভীর এবং তাইওয়ানের রপ্তানির প্রায় ত্রিশ ভাগই চীনে হয়ে থাকে। দেশ দুটি একে অপরের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার।