বিনোদন
এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা, প্রশ্ন পরীমনির
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৩৫ অপরাহ্ন
হুমকির মুখে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় প্রসাধন ও অন্যান্য সামগ্রীর একটি কোম্পানির বিক্রয়কেন্দ্র উদ্বোধনের অনুষ্ঠান স্থগিতের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
শনিবার রাতে এক ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে পরীমনি লেখেন, এত চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা। এর আগে মেহজাবীন, পড়শী এমন হেনস্থার শিকার হয়েছেন বলেও পোস্টে তুলে ধরেছেন এই চিত্রনায়িকা।
পরীমনি বলেন, ধর্মের দোহাই দিয়ে কী প্রমাণ করতে চলেছেন তারা? কী বলার আছে আর। এ দেশে সিনেমা, বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে।
তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন। নাকি এখন হচ্ছি? কোনটা। এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।
এই পোস্ট দেয়ার সাত ঘণ্টা আগে বিকাল সাড়ে ৩টায় টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গায় টিন মার্কেটে প্রসাধন সামগ্রীর কোম্পানি হারল্যানের বিক্রয়কেন্দ্রটি উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে তা স্থগিত করা হয়েছে, যেটি উদ্বোধন করার কথা ছিল অভিনেত্রী পরীমনির।
কালিহাতি থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, হুজুররা ঝামেলা করেছিল। পরে কর্তৃপক্ষ উদ্বোধন অনুষ্ঠানটি স্থগিত করেছে।
তিপ্পান্ন বছর শুনেছি রাজাকার, মুক্তিযোদ্ধ, উন্নয়ন!! সামনে কি শুনছি বা শুনবো? আশায় বুক বেধেঁছিলাম, আস্তে আস্তে কেমন যেন ফিকে লাগছে! হয়তো নতুন কিছু শব্দের সাথে পরিচয় হবে, যেমন; নয়া সংবিধান, নয়া বন্দোবস্ত, সংস্কার ইত্যাদি, কিন্তু নয়া মানুষ কই?
পরিমণি, আপনি সিনেমা-বিনোদনের নামে অশালীন পোষাকে ন্যাংটামো দেখিয়ে সামাজিক অনাচার সৃষ্টি করছেন- আমাদের বাচ্চাদের ক্ষতি হচ্ছে এবং আপনি ক্রমেই আতংকে পরিণত হচ্ছেন। যত দ্রুত এটি বুঝবেন, ততই মঙ্গল।
সব মতের বাংলাদেশ, তা আজ প্রশ্নের সন্মুক্ষিন
আংগুলটাকে অন্যের দিকে দেখানোর আগে নিজের দিকে একবার দেখান। আমার বাচ্চাগুলো আপনার থেকে কি শিখতে পারবে? ন্যাংটামি ছাড়া।
গত এক যুগে এত মানুষ মারা গেল, গুম, খুন, ক্রসফায়ার, তখন এই প্রশ্ন একবারও আসেনি মনে ?
মতপ্রকাশের বিশাল স্বাধীনতার দেশে পরীমনিরা বাস করছে কিভাবে?
ওসির বক্তব্য এমন কেন, হুজুরেরা ঝামেলা করছে মানে কি, হুজুর শব্দটা ব্যবহার করলো কেন। আর কেউ যদি হুমকি দেয়, নৈরাজ্য সৃষ্টি করতে চায় তা প্রতিহত করতে না পারার ব্যাথতাতো ওসির।
Need comments from 'student ' leaders
এক পা এক পা করে আমরা কি উগ্রবাদী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি? সামনে সমুহ বিপদ অপেক্ষা করছে।।
উহু তেঁতুল হুজুর
apni nije to ekjon bipod
গত এক যুগে এত মানুষ মারা গেল, গুম, খুন, ক্রসফায়ার, হেলিকপ্টার থেকে গুলি, সাউন্ড গ্রেনেড, শিশু হত্যা। কয়েকদিনের ব্যবধানে ১৬০০ + ? তখন এই প্রশ্ন একবারও আসেনি মনে ?
নয়া বন্দোবস্ত।