বিনোদন
দুরন্ত টিভি’র ৩০তম সিজন
স্টাফ রিপোর্টার
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার
আগামীকাল থেকে দুরন্ত টিভি শুরু করতে যাচ্ছে ৩০তম সিজনের অনুষ্ঠান। থাকছে তিনটি নতুন কার্টুন সিরিজ। ড্রামাভিত্তিক প্রি-স্কুল কার্টুন ‘ক্লিও অ্যান্ড কুকিন’, রোমাঞ্চকর অভিযান নিয়ে ‘পোলিনোপোলিস’ এবং কমেডি ধারার কার্টুন ‘পিনি-ইন্সটিটিউট অব নিউ ইয়র্ক’। শিশু স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন’র নতুন পর্ব দেখা যাবে এ সিজনেও। এ ছাড়াও থাকছে দুরন্ত টিভি’র নিয়মিত অনুষ্ঠান, কার্টুন সিরিজ ও সিনেমা।