বিনোদন
ভারত থেকে ক্ষোভ ঝাড়লেন অঞ্জু ঘোষ
স্টাফ রিপোর্টার
৩ আগস্ট ২০২২, বুধবার
সোনালী যুগের জনপ্রিয় অভিনেত্রী তিনি। তাকে ‘বেদের মেয়ে জোসনা’ নামেও তার ভক্তরা ডেকে থাকেন। সেই অঞ্জু ঘোষকে নিয়ে ইদানীং বাংলাদেশ এবং ভারতে ছড়িয়েছে মিথ্যা সংবাদ। তথাকথিত কিছু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এগুলো প্রচার করছে, যা অঞ্জু ঘোষের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে। ভারত থেকে মুঠোফোনে এমন অভিযোগই তিনি করেন মানবজমিনের কাছে। তিনি জানান, এসব ভুঁইফোঁড় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল প্রচার করছে আমি নাকি কলকাতায় আর্থিক কষ্টে আছি, কোনো রকমে দিনযাপন করছি। জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, দর্শকদের ভালোবাসা ও ভগবানের কৃপায় আমি একশ’ কোটি টাকার সম্পদের মালিক। এগুলো আমার অভিনয় জীবনের অর্জিত সম্পদ। কিন্তু কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমার কিছু নিকট আত্মীয় এবং বাংলাদেশ ও ভারতের কিছু বিপথগামী ইউটিউবার এসব কর্মকাণ্ডে জড়িত রয়েছে।