বিনোদন
বিতর্কের মুখে ‘হাওয়া’র নায়িকা তুষি
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ২ আগস্ট ২০২২, মঙ্গলবার, ৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:০৩ অপরাহ্ন

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটি মুক্তির পর থেকে হাউজফুল যাচ্ছে। গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে এটি। এখনো অধিকাংশ সিনেমা হলে চলছে টিকিট। নতুন খবর হলো- এবার বিতর্কের মুখে পড়লেন ‘হাওয়া’র নায়িকা নাজিফা তুষি। সিনেমাটিতে ‘গুলতি’ চরিত্রে অভিনয় করে প্রশংসা পচ্ছেন তিনি। কিন্তু সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় একটি মন্তব্য করে পড়েছেন বিপাকে।
এদিন সন্ধ্যা সাড়ে ৭ টায় ‘হাওয়া’ সিনেমার টিম শ্যামলী স্কয়ারে যায় দর্শক প্রতিক্রিয়া দেখার জন্য। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হন নাজিফা তুষি। কিন্তু কথা বলার আগে তিনি পাশে থাকা ‘পরাণ’ ও ‘দিন-দ্য ডে’ সিনেমার পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দেন। কেবল নিজের সিনেমা ‘হাওয়া’র পোস্টারের সামনে দাঁড়িয়েই তিনি কথা বলবেন বলে জানান। যদিও বিষয়টা খুব অস্বাভাবিক নয়।
নিজের সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেয়াতে দোষের কিছু নেই।
পাঠকের মতামত
excess is end of life!! don't be super excited!!!!
হাওয়ার সাফল্যে ঈর্ষান্বিত ব্যাক্তিগন এরকম করছেন।