অর্থ-বাণিজ্য
ফ্রাংকফুর্ট হোমটেক্সটিল প্রদর্শনীতে ক্রয়াদেশ পেয়েছে বাংলাদেশ
অর্থনৈতিক রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৭:০৫ অপরাহ্ন

জার্মানির ফ্রাংকফুর্টে অনুষ্ঠিত হোমটেক্সটিল প্রদর্শনীতে গত বছরের তুলনায় ভালো ক্রয়াদেশ পেয়েছে বাংলাদেশি প্রদর্শকরা। মেসে ফ্রাংকফুর্ট আয়োজিত ১৪ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত এই প্রদর্শনীতে বাংলাদেশের ১৫ প্রদর্শক অংশ নেয়। আয়োজকরা জানান, বিশ্বের প্রধান এই টেক্সটাইল বাণিজ্য মেলায় ৬৫টি দেশের তিন হাজারের বেশি প্রদর্শক অংশ নিয়েছে। এর মধ্যে ১৫টি বাংলাদেশি প্রদর্শক তাদের পণ্য যেমন— বিছানার চাদর, তোয়ালে, রান্নাঘরের লিনেন এবং অন্যান্য হোম টেক্সটাইল পণ্য আন্তর্জাতিকভাবে প্রদর্শন করে।
এসিএস টেক্সটাইল, নোমান টেরিটাওয়েল, টাওয়েল টেক্স ও জাবের অ্যান্ড জুবায়েরের মতো বিশিষ্ট ব্র্যান্ডগুলো ৮ ও ৯ হলে তাদের উদ্ভাবনী পণ্যের মাধ্যমে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করেছে। ইপিবি একটি প্যাভিলিয়নের আয়োজন করে, যেখানে চারটি কম্পানি অংশ নিয়েছে। দেবোনিয়ার প্যাডিং অ্যান্ড কুইল্টিং সলিউশনের সহকারী মহাব্যবস্থাপক মঞ্জুরুল হক বলেন, ‘এবারের মেলা আমাদের দিয়েছে নতুন ও বিদ্যমান উভয় ক্রেতার সঙ্গে সংযোগ স্থাপন করার সুযোগ।’