বিশ্বজমিন
শপথগ্রহণের আগে অভিবাসীদের কঠোর বার্তা দিলেন ট্রাম্প
মানবজমিন ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:২৭ অপরাহ্ন

শপথগ্রহণের আগে অভিবাসীদের কঠোর বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। দেশটির অভিবাসীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের হুমকি দিয়েছেন তিনি। আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আগামী চার বছরের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। এর আগে রোববার ওয়াশিংটনের একটি জনবহুল সমাবেশে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। সেখানে অভিবাসনের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের হুমকি দেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, ক্ষমতাগ্রহণের এক দিন আগে রোববার ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিনায় বক্তব্য দেন ডনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘আগামীকাল সূর্যাস্তের সময় যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ থেমে যাবে।’ এ সময় উল্লাসধ্বনিতে ফেটে পড়েন তার সমর্থকরা। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় অনুযায়ী সোমবার দুপুরে শুরু হবে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান। যদিও মূল অনুষ্ঠানের আগেই তার আমেজ ছড়িয়ে পড়েছে গোটা ওয়াশিংটনে।
ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন যে, তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম নির্বাসন প্রচেষ্টা শুরু করবেন। তবে তার এই হুমকির ফলে যুক্তরাষ্ট্রের লাখ লাখ অভিবাসী বিতারিত হওয়ার ঝুঁকিতে পড়েছে। যদিও বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের অভিবাসন নীতি বাস্তবায়নে কয়েক বছর সময় লাগতে পারে। কেননা এ বিষয়টি বেশ ব্যয়বহুল।
২০১৬ সালে জয়ের পর থেকেই ট্রাম্প অভিবাসীদের প্রতি তার এই মনোভাব প্রকাশ করে আসছেন। এবারের নির্বাচনী প্রচারণাতেও তিনি এ প্রতিশ্রুতি দিয়েছেন। যা তিনি গতকালও পুনর্ব্যক্ত করলেন। সেখানে সাবেক এবং ভবিষ্যতের এই প্রেসিডেন্ট জনতার উল্লাস বৃদ্ধি করতে ‘দম্ভ ও মিথ্যা দাবি’র সংমিশ্রণে বিশাল প্রতিশ্রুতি দিয়েছেন।
ট্রাম্প বলেন, ‘এটি আমেরিকার ইতিহাসের শ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন, ৭৫ দিন আগে আমরা দেশের দেখা সবচেয়ে মহাকাব্যিক রাজনৈতিক বিজয় অর্জন করেছি।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল থেকে ঐতিহাসিক গতির সঙ্গে কাজ শুরু করব এবং দেশের প্রতিটি সংকট সমাধান করব।’
২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে দাঙ্গার পর ওয়াশিংটন ডিসিতে গতকালই তার সমর্থকদের উদ্দেশে বড় কোনো অনুষ্ঠানে বক্তব্য দিলেন ট্রাম্প। দাঙ্গার সঙ্গে জড়িত ১৫০০ জনের বেশি নাগরিকের অনেককেই ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
রয়টার্স বলছে, শপথের আগে ওয়াশিংটনে ট্রাম্পের বক্তব্য থেকে ধারণা করা যায় যে তিনি তার দ্বিতীয় মেয়াদে কেমন সুর গ্রহণের পরিকল্পনা করছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প গ্রিনল্যান্ড, পানামা খাল দখলের হুমকিও দিয়েছেন। পাশাপাশি কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার মতো অতিরঞ্জিত কথা বলেও বিদেশী মিত্রদের বিভ্রান্ত করেছেন তিনি।