বিনোদন
ঝিলিকের কণ্ঠে ‘ভেজা মন’
স্টাফ রিপোর্টার
২০ জানুয়ারি ২০২৫, সোমবার
নতুন গান নিয়ে হাজির হলেন চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক। গানের শিরোনাম ‘ভেজা মন’। এমডি মোশাররফ হোসেনের কথায় এর সুর ও সংগীত করেছেন অনিক সাহান। সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত এ গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এতে মডেল হয়েছেন রোজা ও সাদি।