বিনোদন
জবানবন্দিতে যা বলেছেন কারিনা
বিনোদন ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৫, রবিবার
বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় তার স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুরের জবানবন্দি রেকর্ড করেছে বান্দ্রা পুলিশ। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন অভিনেত্রী নিজেই। পুলিশকে দেয়া বক্তব্যে কারিনা জানান, বুধবার মধ্যরাতে ঢুকে পড়া হামলাকারী ছিল ‘অত্যন্ত আগ্রাসী’। তিনি বলেন, আমাদের ছোট ছেলে জেহ-কে হামলাকারীর হাত থেকে বাঁচাতে চেষ্টা করছিল সাইফ। সেই কারণেই হামলাকারীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল। অত্যন্ত আগ্রাসী ছিল সেই হামলাকারী। তবে আমরা কোনোমতে প্রাণ বাঁচিয়ে ১২ তলায় উঠে যাই। কারিনা আরও জানান, তার একাধিক মূল্যবান গয়না ঘরে খোলা অবস্থায় পড়েছিল। কিন্তু হামলাকারী তা ছুঁয়েও দেখেনি। ঘটনার দিন রাত পর্যন্ত কারিশমা এবং রিয়ার সঙ্গে ছিলেন তিনি। রাত ১টার সময় কারিনা যখন বাড়ি ফেরেন, ততক্ষণে হামলাকারীর সঙ্গে সাইফের ধস্তাধস্তি শুরু হয়ে যায় বাড়ির ভেতরে। পুলিশকে দেয়া জবানবন্দিতে অভিনেত্রী আরও বলেন, আমি ১১ তলায় উঠে দেখি হামলাকারী ঘরে ঢুকে পড়েছে। সে ভীষণ আগ্রাসী ছিল। তার হাত থেকে জেহ এবং ওর ন্যানিকে বাঁচানোর চেষ্টা করছিল সাইফ। সে সময়ই ওর ওপর হামলা করে আততায়ী। ঘটনার পর কারিনার টিমের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, সংবাদমাধ্যম এবং ভক্তদের ধৈর্য ধরার অনুরোধ করা হচ্ছে। এটা পুলিশের তদন্তের বিষয়। আমরা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে থাকবো।
পাঠকের মতামত
mr reporter u cant any other pic