বিনোদন
‘এ বছর গান নিয়ে আরও সিরিয়াস হতে চাই’
স্টাফ রিপোর্টার
১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
গতকাল ছিল জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার জন্মদিন। তবে বিশেষ দিনটি গানে গানেই উদ্যাপন করেছেন এ শিল্পী। গতকাল দুপুরে তার সঙ্গে যখন কথা হয় তখন তিনি চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। কারণ রাতেই তার শো ছিল বড় আয়োজনের। চলতি বছরের জানুয়ারির বেশির ভাগ সময়ই সালমা পার করেছেন স্টেজ শো নিয়ে। ঢাকা ও তার বাইরে শো নিয়ে তার টানা ব্যস্ততা চলছে। এর মাঝেই কয়েকটি নতুন গানও রেকর্ড করে ফেলেছেন। প্রকাশ হয়েছে তার নতুন গানও। জন্মদিনের এ পর্যায়ে এসে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাবটা কেমন? সালমা হেসে বলেন, সত্যি বলতে আমি জন্মদিন সেভাবে এখন পালন করি না। আর প্রত্যাশা যা ছিল তার সবই পূর্ণ হয়েছে, হচ্ছে। আলহামদুলিল্লাহ্, প্রাপ্তি আমার জীবনে অনেক। জীবনে একটিমাত্র অপেক্ষা রয়েছে আমার, সেটি হচ্ছে আমার বড় কন্যার। এ ছাড়া আমার আর কোনো চাওয়া নেই। সব চাওয়াই পূর্ণ হয়েছে। সালমা যোগ করে বলেন, আমি ছোট বয়স থেকে গান শুরু করেছি। তাই ভালোবাসাটাও সবার থেকে বেশি পেয়েছি। এটা সবার ভাগ্যে জুটে না। এখনো বিভিন্ন জায়গায় শো করতে গেলে মানুষের ভালোবাসা পাই প্রতিনিয়ত। ভক্তদের পাগলামি আমাকে আপ্লুত করে। তাদের ভালোবাসার কারণেই আসলে এগিয়ে যাওয়ার সাহস পাই। নতুন বছরের প্রত্যাশা কী? উত্তরে সালমা বলেন, আমি তো নিয়মিত গান করে যাচ্ছি। তবে মাঝে একটু কম সিরিয়াস ছিলাম। এ বছর গান নিয়ে আরও সিরিয়াস হতে চাই। তারই ধারাবাহিকতায় কাজও শুরু করেছি। বিভিন্ন ধরনের গান করতে চাই। সিনিয়র ও তরুণদের কথা-সুরে কাজ করবো। এক্সপেরিমেন্ট করতে চাই।