বিনোদন
বিয়ে করেছেন নীলা
স্টাফ রিপোর্টার
১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
নতুন বছরের শুরুতেই শোবিজে যেন বিয়ের ধুম পড়েছে। সম্প্রতি বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এর কিছুদিন পরই বিয়ের খবর প্রকাশ করেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। এবার বিয়ে করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত শাম্মী ইসলাম নীলা। সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। তিনি লিখেন, এটা সহজ ছিল না। তবে সহজ করেছি আমরা এবং বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছি। যদিও সেখানে স্বামীর পরিচয় উল্লেখ করেননি নীলা। ছবিতে দেখা যায়, বিয়েতে নীলা পরেছিলেন লেহেঙ্গা আর বর পরেছিলেন শেরওয়ানি। তারা একে-অপরের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে খোশ মেজাজে ধরা দিয়েছেন ক্যামেরায়। কোনো ছবিতে মেহেদি হাতে চোখ ঢেকে রেখেও ফ্রেমবন্দি হতে দেখা গেছে তাকে। প্রসঙ্গত, ফেসবুক ইনফ্লুয়েন্সার থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’ সুন্দরী প্রতিযোগিতার মুকুট লাভ করেন নীলা। পাশাপাশি মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।