বিনোদন
শত পর্বে ‘সিটি লাইফ’
স্টাফ রিপোর্টার
১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবারএকশত পর্বের মাইলফলক স্পর্শ করছে মাছরাঙা টেলিভিশনের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘সিটি লাইফ’। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে নাটকটি। আজ প্রচারিত হবে এর ১০০তম পর্ব। শাহরিয়ার তাসদিকের রচনায় এটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। অভিনয় করেছেন- এফ এস নাঈম, তানজিকা আমিন, নিশাত প্রিয়ম, পাভেল, তানজিম হাসান অনিক, মুকিত জাকারিয়া, মিলি বাসার, আব্দুল্লাহ রানা, শামীমা নাজনীন প্রমুখ।