ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাবান ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

অর্থনৈতিক সংস্কারের এজেন্ডা নিয়ে ডেনমার্কের সঙ্গে কাজ করবে সিপিডি

অর্থনৈতিক রিপোর্টার

(২ সপ্তাহ আগে) ১৫ জানুয়ারি ২০২৫, বুধবার, ৬:৪২ অপরাহ্ন

mzamin

সবুজ রূপান্তর ও টেকসই উন্নয়নের জন্য সংস্কার এজেন্ডা ত্বরান্বিত করতে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করবে ডেনমার্ক ও স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। কার্যক্রমটিতে গবেষণা, সংলাপ ও নীতি সমর্থনের মাধ্যমে অর্থনৈতিক সংস্কার ও সবুজ রূপান্তর এজেন্ডায় জোর দেয়া হবে।ঢাকায় নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন চার বছর মেয়াদি এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। এ নিয়ে মঙ্গলবার ঢাকায় ধানমণ্ডিতে সিপিডির কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। সিপিডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বলেন, ‘প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণসহ সুশাসন ও বাংলাদেশের সব প্রতিষ্ঠানের কার্যক্রমকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলার সময় এসেছে। আমরা বিশ্বাস করি, এই কার্যক্রম নীতিনির্ধারকদের জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং মধ্যম আয়ের ফাঁদের চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার সম্ভাব্য উপায় নিয়ে সঠিক দিকনির্দেশনা দেবে। আমরা উচ্চ উৎপাদনশীলতা, আয় বহুমুখীকরণ, মুক্ত বাণিজ্য চুক্তিতে (এফটিএ) প্রবেশ এবং ব্যবসা করার সহজতাসহ বৈশ্বিক মূল্য শৃঙ্খলে বাংলাদেশের শক্তিশালী উপস্থিতি চাই।’
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘এটি একটি সময়োপযোগী কার্যক্রম। কারণ, আমরা একটি রূপান্তরের সময় পার করছি এবং দেশের জন্য কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের আশা করছি। আমরা মনে করি, আমাদের এই কার্যক্রম চলমান সংস্কারপ্রক্রিয়ার জন্য সহায়ক হবে।’

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status