ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

সোনালী ব্যাংকের ৫৬৩৪ কোটি টাকার রেকর্ড পরিচালন মুনাফা

অর্থনৈতিক রিপোর্টার

(২ সপ্তাহ আগে) ২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২৯ অপরাহ্ন

mzamin

রেকর্ড ৫ হাজার ৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে সোনালী ব্যাংক পিএলসি। সদ্য-বিদায়ী ২০২৪ সাল শেষে ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছে ৫ হাজার ৬৩৪ কোটি টাকা, যা বিগত বছরের চেয়ে ১ হাজার ৭৮৮ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান। এসময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

এমডি শওকত আলী খান বলেন, ২০২৩ সাল শেষে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফার পরিমাণ ছিল ৩ হাজার ৮৪৬ কোটি টাকা। রেকর্ড মুনাফার পাশাপাশি ব্যাংকটির আমানতের পরিমাণও বেড়ে ১ লাখ ৬৪ হাজার ৯৬০ কোটি টাকা হয়েছে, যা গত বছরের চেয়ে ১৪ হাজার ৩৪২ কোটি টাকা বেশি। তিনি বলেন, ২০২৪ সাল শেষে ব্যাংকের নেট ইন্টারেস্ট ইনকামের পরিমাণ বেড়ে ১ হাজার ৪২৫ কোটি টাকা হয়েছে। যা গত বছরের চেয়ে ৯৪৯ কোটি টাকা বেশি। ২০২৩ সাল শেষে নেট ইন্টারেস্ট ইনকাম ছিল ৪৭৬ কোটি টাকা। ২০২৩ সালের তুলনায় শ্রেণিকৃত ঋণ ৩.৬৬ শতাংশ বেড়েছে। এছাড়া ২০২৩ সালের তুলনায় বিতরণ করা ঋণের পরিমাণ কমেছে ১ হাজার ৬২৪ কোটি টাকা। এ ছাড়া সংকটের মধ্যেও ব্যাংক খেলাপি ঋণ আদায় হয়েছে ১৭৭০ কোটি টাকা। আর সেপ্টেম্বর প্রান্তিক পর্যন্ত সোনালি ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১৬ হাজার কোটি টাকা।

শওকত আলী খান বলেন, এবারে ব্যাংকটির গ্রাহকদের সেবার মান আরও বাড়ানো হবে। এই লক্ষে আমরা কাজ করছি। যাতে গ্রাহকদের পুরো আস্থা অর্জন করা যায়। সামনে আমাদের টার্গেট খেলাপি ঋণ আদায় করা। এই  ঋণ আদায়ে আমরা কঠোর অবস্থানে যাবো। একই সঙ্গে গুনগত মান ও যাচাই বাছাই করে সামনে ঋণ দিবো।  তিনি বলেন, এসএসই খাতের সম্ভাবনা অনেক। তাই এবারে এসএসই খাত প্রাধান্য পাবে। এই খাতকে নিয়ে অনেক চিন্তা ভাবনা রয়েছে। রপ্তানি বাড়ানোসহ ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম বাড়ানো হবে।
 

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status