বিনোদন
ভালোবাসায় সিক্ত
স্টাফ রিপোর্টার
২ আগস্ট ২০২২, মঙ্গলবার
অভিনেত্রী শিল্পী সরকার অপু নিজ হাতে নানা পদের খাবার রান্না করে সম্প্রতি পরীমনির বাসায় গিয়েছিলেন। অন্তঃসত্ত্বা পরীমনিকে খাইয়েছেন। উপহার হিসেবে দিয়েছেন ফুল, এক জোড়া শাড়ি, জামা আর অনেক অনেক আদর। শিল্পী সরকার অপুকে ‘মা’ বলে সম্মোধন করে পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছিলেন, মা শিল্পী সরকার অপু। এই মাকে আমি পেয়েছি স্বপ্নজাল থেকে। এমন করেই আদর দিও বাকি জীবন। আমি তোমাকে অনেক ভালোবাসি। এই ঘটনার পর পরীমনির বাসায় খাবার নিয়ে গিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। ভালোবাসায় সিক্ত হওয়ার সেই ছবিও পরী শেয়ার করেছেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে। চয়নিকাকে নিয়ে পরী লিখেছেন, তোমাকে নিয়ে কিছু লেখাটা আমার জন্যে আসলেই কঠিন। কী যে লিখতে চাই, সেসব ঠিক লিখতেই পারি না কখনো। আমার এই মা হওয়ার জার্নিতে শুরু থেকেই তো তুমি ছিলে। কতো যত্ন করেছ সব সময়! এসবের কৃতজ্ঞতা কী আর এমনিই এমনিই বলা হয়ে যায় বলো! মায়েরা এমনি, তাই না! আমিও তোমার মতো একজন প্রাউড মাদার হবো দেখো।