বিনোদন
ঈদে মুখোমুখি তিন নায়ক
স্টাফ রিপোর্টার
১২ জানুয়ারি ২০২৫, রবিবারপ্রতি বছরই অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক, হল মালিক ও দর্শকরা তাকিয়ে থাকেন ঈদের দিকে। কারণ গত কয়েক বছরে ঈদই একমাত্র উৎসব, যেখান থেকে সিনেমা ব্যবসা সফলতা ও দর্শকপ্রিয়তা পেয়ে আসছে। বিশেষ করে বড় তারকা, বড় বাজেটের ছবিগুলো ঈদেই মুক্তি দেয়ার পরিকল্পনা করেন সিনেমা সংশ্লিষ্টরা। তারই ধারাবাহিকতায় এবারো ঈদকে ঘিরে বেশ কয়েকটি বড় সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তারই জেরে এবার মুখোমুখি হচ্ছেন চলতি সময়ের সিনেমার সবচেয়ে আলোচিত তিন নায়ক শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ। এর মধ্যে শাকিব প্রতি বছরের দুই ঈদে নিজের ছবি মুক্তি দিয়ে আসছেন। যদিও গত বছরের শেষের দিকে তার অভিনীত ‘দরদ’ খুব একটা ব্যবসা করতে পারেনি। তবে একই বছর ‘তুফান’ সিনেমা দিয়ে দর্শক মাতিয়েছেন তিনি। এবারের রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এর শুটিং হচ্ছে মুম্বইতে। এতে শাকিবের বিপরীতে দেখা যাবে ওপার বাংলার ইধিকা পালকে। সবমিলিয়ে ঈদের অন্যতম চমক হিসেবে মুক্তি পাচ্ছে শাকিবের অ্যাকশন সিনেমা ‘বরবাদ’। শাকিব ছাড়া কাস্টিংয়েও নানা চমক রাখা হচ্ছে এ সিনেমায়। এদিকে ২০২৩ সালের ঈদে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাকে নিজের অভিষেক সিনেমা ‘সুড়ঙ্গ’ দিয়ে টক্কর দিয়েছেন আফরান নিশো। এ তারকা এবার নিজের দ্বিতীয় সিনেমা নিয়ে আসছেন ঈদে। হাই ভোল্টেজ এই সিনেমার ঘোষণাও দেয়া হয় চমকপূর্ণভাবে। এতে নিশোর বিপরীতে দেখা যাবে তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামালকে। শিহাব শাহিন পরিচালিত ‘দাগি’ শিরোনামের এ ছবির শুটিং বর্তমানে চলমান। এটিও হতে যাচ্ছে দুর্দান্ত অ্যাকশন ঘরানার সিনেমা। এদিকে গত বছরই আরেক জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ শুটিং শেষ করেছেন তার বহু প্রতীক্ষিত সিনেমা ‘জংলি’র। এ ছবির ফার্স্টলুকে এরইমধ্যে চমকে দিয়েছেন এ নায়ক। ছবিতে একেবারে জংলি রূপেই আবির্ভূত হবেন সিয়াম। এটি তার ক্যারিয়ারের সব থেকে ভিন্নধর্মী ছবি বলেও জানিয়েছেন সিয়াম। এম রহিম পরিচালিত এ ছবিতে সিয়ামের নায়িকা শবনম বুবলী। এ ছাড়াও রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি।