বিনোদন
জুটিবদ্ধ নিপুণ-ইমু
স্টাফ রিপোর্টার
১২ জানুয়ারি ২০২৫, রবিবার
প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে একসঙ্গে একটি নাটকের কাজ করলেন চলতি প্রজন্মের অভিনেতা নিপুণ আহমেদ ও অভিনেত্রী ইমু সিকদার। নাটকের নাম ‘ঢাকার বউ সিলেটি জামাই’। নিপুন আহমেদ রচিত ও রানা ইব্রাহিম পরিচালিত এ নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ জামিল উদ্দীন। সম্প্রতি শেষ হয়েছে এ নাটকের শুটিং। নিপুণ-ইমু ছাড়াও রোমান্টিক-কমেডি ঘরানার এ নাটকটিতে অভিনয় করেছেন শশী আফরোজা, বাপ্পা দ্বীপ, সানি আহমেদ, রুকাইয়া জান্নাত প্রমুখ। নাটকটি নিয়ে অভিনেতা নিপুণ আহমেদ বলেন, নাটকটি আমার নিজের লেখা একটি প্রিয় নাটক। পরিচালক খুব সুন্দরভাবে গুছিয়ে কাজটি করেছেন। সবাই আমরা যার যার জায়গা থাকে সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আশা করি দর্শক দারুণ কিছু দেখবে। ইমু সিকদার বলেন, খুব আলাদা গল্পের একটি নাটক। রোমান্স, কমেডি সবই পাবেন দর্শক। নিপুণ ও আমার জুটিটি দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করবে বলেও আশা করছি। উল্লেখ্য, ‘ঢাকার বউ সিলেটি জামাই’ নাটকটি খুব শিগগিরই মাই সাউন্ডের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।