বিনোদন
দাবানলের প্রভাবে অস্কার কার্যক্রম স্থগিত
বিনোদন ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫, শনিবারদক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলের কারণে অস্কার মনোনয়ন ঘোষণাও স্থগিত করা হয়েছে। তাই ভোটিংয়ের সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে। ৮ই জানুয়ারি থেকে শুরু হওয়া অস্কার মনোনয়ন ভোটিং ১২ই জানুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল। সেটি বাড়িয়ে এখন ১৪ই জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর ফলে অস্কার মনোনয়ন ঘোষণার তারিখ ১৭ই জানুয়ারির পরিবর্তে ১৯শে জানুয়ারি করা হয়েছে।