বিনোদন
শরীরে হাত, চটলেন মালাইকা
বিনোদন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১ আগস্ট ২০২২, সোমবার, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৫৩ পূর্বাহ্ন

মালাইকা আরোরা। বয়স ৪৮ হলেও তা কেবলই যেন সংখ্যা! এখনো ফিটনেসের বিষয়ে দারুণ সচেতন। তার আবেদনময়ী লুক বলিউডের অনেক তরুণ নায়িকাদেরও যেন টেক্কা দেয়। ব্যক্তিগত জীবনে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। যা নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার ফ্যাশন শোয়ে গিয়ে এক যুবকের কাণ্ডে হতবাক মালাইকা। যার একটি ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল। নেটদুনিয়ায় ছড়িয়েপড়া ভিডিওতে দেখা যায়, কালো রঙের ডিপ নেক গাউনে সেজেছেন মালাইকা। যে পোশাকে স্পষ্ট হয়ে উঠেছে তার ক্লিভেজ। তবে আকস্মিকভাবে গণ্ডগোল বাধে।
বিজ্ঞাপন
পাঠকের মতামত
so what o he no pay her no money
এটা কি ওর জন্য নতুন কিছু ?