বিনোদন
বাকরুদ্ধ প্যারিস
বিনোদন ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবারযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের অদূরে শুরু হওয়া দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে। দাবানলে পুড়ে ছাই বিস্তীর্ণ এলাকা। প্রাণ হারিয়েছেন অনেকেই। দাবানল ঠেকাতে হিমশিম খাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা। জানা যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্যাসিফিক প্যালিসেডস। এটি লস অ্যাঞ্জেলসের অত্যন্ত অভিজাত এলাকা। ভয়াবহ এই দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছেন রুপালি পর্দার তারকারাও। অনেকের বসতবাড়ি ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মালিবুতে নিজের বাড়ি হারিয়ে বাকরুদ্ধ হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্যারিস হিলটন। আগুনের কিছু চিত্র সমাজমাধ্যমে শেয়ার করে তিনি লিখেন, এই অভিজ্ঞতা যেন আর কারও না হয়। তিনি জানান, এই বাড়িতে অনেক মূল্যবান স্মৃতি ছিল তার। আগুনের লেলিহান শিখা গ্রাস করে দিয়েছে সব। তবে তার পরিবারের সদস্যরা নিরাপদে আছেন বলেও জানান তিনি। হিলটন তার পোস্টে লিখেন, আমার পরিবারসহ টিঠি চ্যানেলে বাড়ি পুড়ে যেতে দেখা ছিল এমন এক অভিজ্ঞতা, যা কারও কখনো অনুভব করা উচিত নয়। এই বাড়িতে আমাদের অনেক মূল্যবান স্মৃতি তৈরি হয়েছিল। এখানে ফিনিক্স তার প্রথম পদক্ষেপ নিয়েছিল এবং এখানেই আমরা আমার মেয়ের সঙ্গে সারা জীবনের স্মৃতি তৈরি করার স্বপ্ন দেখতাম। তিনি বলেন, আমার হৃদয় ও প্রার্থনা সকল ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে রয়েছে। যে বিপর্যয় আমরা দেখছি, তা অকল্পনীয়। এত মানুষ আজ তাদের বাড়ি হারিয়ে ওঠে, এটি সত্যিই হৃদয়বিদারক।