বিশ্বজমিন
হাসিনার ‘ভিসার’ মেয়াদ বাড়ালো ভারত
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৮ জানুয়ারি ২০২৫, বুধবার, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন
বাংলাদেশের পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভিসার’ মেয়াদ বাড়িয়েছে ভারত। দেশটির কাছে বাংলাদেশ কর্তৃক হাসিনার প্রত্যর্পণের আবেদনের মধ্যেই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিলো দিল্লি। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস।
এতে বলা হয়, গত বছরের ৫ই আগস্ট হাসিনা এবং তার দল আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান তিনি। এরপর থেকে দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। এ বিষয়টির সঙ্গে জড়িত একাধিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, দিল্লিতে অবস্থানের সুবিধার্থে হাসিনার ‘ভিসার’ মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। ভারতে শরণার্থী বা রাজনৈতিক আশ্রয়প্রার্থীর জন্য সুনির্দিষ্ট কোনো আইন না থাকায় হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে চলা গুঞ্জন প্রত্যাখ্যান করেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়ায় যুক্ত ছিল। তবে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে যে গুঞ্জন রয়েছে সেই কথাও অস্বীকার করা হয়েছে।
ভারতের কাছে হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়ার সম্ভাবনা খুব কম বলে এর আগে উল্লেখ করেছিল হিন্দুস্তান টাইমস। কেননা ঢাকা হাসিনাকে ফেরত নেয়ার জন্য এখনও চূড়ান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেনি। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় হাসিনাসহ আরও ৯৭ জনের পাসপোর্ট বাতিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থানে জোরপূর্বক গুম এবং হত্যার দায়ে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।
ভারত সরকার কর্তৃক হাসিনার ‘ভিসার’ মেয়াদ বাড়ানোর কথা এমন সময়ে এসেছে যখন বাংলাদেশে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৬ জানুয়ারি হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় বারের মতো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে হাসিনাসহ আরও ১১ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান বলেছেন, ২০০৯ সালে পিলখানায় ৭৪ জনকে হত্যাযজ্ঞের তদন্তের অংশ হিসেবে হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে ভারতে যেতে চান তারা।
হিন্দুস্তান টাইমস বলছে, ঢাকার বর্তমান পদক্ষেপগুলোকে হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের ওপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রমবর্ধমান চাপ সৃষ্টির প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।
হাসিনা কোথাও আশ্রয় চেয়েছেন বা তার ভিসা প্রত্যাহার করা হয়েছে- এমন খবর প্রত্যাখ্যান করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। গত বছরের আগস্টে ভারতীয় বার্তা সংস্থা এএনআই’কে দেয়া সাক্ষাৎকারে জয় বলেছেন, কেউ তার ভিসা বাতিল করেনি। তিনি কোথাও রাজনৈতিক আশ্রয়ের আবেদনও করেননি। এসব কথা গুজব বলে দাবি করেছেন জয়।
একটা কাবিননামা করে নিলেই তো হয় ।
Madam Hasina's passport was cancelled by our present interim government. So how Indian government extend her visa.
হাসিনা ম্যাডামের পাসপোর্ট বাতিল করেছে বর্তমান সরকার অনেক আগেই, তাহলে তার ভিসার মেয়াদ বাড়লো কিসের উপর ?ভারত পৃথিবীর শ্রেষ্ঠ গনতান্ত্রিক দেশ।শ্রেষ্ঠ নিয়ম নীতির তথা আইনের ধারক-বাহকদের আইনি ব্যাক্ষায় কিংবা নীতিতে বাংলাদেশের হাসিনা আমলের গোঁজামিল হলেতো তারা যে উন্নত তার প্রমাণ থাকেনা ।
Let us start preparation to send a very highly skilled team to India who will capture Sheikh Hasina and bring her over to Bangladesh. Remember there is nothing new here. Many nations do it, including the Israelis, the Russians, and the Indians. India will never give her to us to stand any trial, we will have to bring her to Bangladesh by whatever means.
India has no shame.
তারেক রহমান দেশে আসেনা কেন ?
বাড়াবে না কেন!!! তাদেরই তো কেনা গোলাম
পিও,তুমি কে? আমি কে? পাসপোর্ট নেই, পাসপোর্ট নেই, ক্ষমতাও নেই। ক্ষমতাও নেই।
ভারত সরকার যে বাংলাদেশের মানুষ কে খুব হেয় চোখে দেখে এটাই তার প্রমান । তাদের পা চাটাকে অরা মাথায় রাখছে যাতে আরো পা চাটুয়া তৈরি হয় ।
শেখ হাসিনা তো আসলে ভারতীয় নাগরিক। উনার আবার ভিসা লাগবে কেন?
হাসিনা ভারতের সেবা দাসী। ভারতীয় আধিপত্য বাংলাদেশের জনগন কোনদিন মানবে না।
হাসিনা এমন দেয়াই দিয়েছে ভারতকে যে বাংলাদেশের মানুষ তাকে দেশ থেকে বিতাড়িত করে তার প্রানপ্রিয় দেশ ভারতে পাঠিয়ে দিয়েছে।
ভিসা কেন তাকে ভারতের নাগরিক প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রি বানিয়ে রাখা হোক, নষ্ট পোঁচা দুরগন্দ যুক্ত মাল আমরা পেলে দিয়েছি এই মালটা ভারতের কাছে অনেক দামী মাল !!! ফেরত দিলে আমরা জৈব সার বানিয়ে ফেলবো।
ভিসার মেয়াদ বারবার না বাড়িয়ে একবারই আমৃত্যু ভিসার মেয়াদ বাড়িয়ে দিলেই হয়